ফিলিস্তিনিরা কখনো গাজা ছাড়বে না: হামাসপ্রধান

মত ও পথ ডেস্ক

ফিলিস্তিনের গাজায় নির্বিচার হামলা চালানো ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ এনেছেন হামাসের প্রধান ইসমাইল হানিয়া। গাজার উত্তরাঞ্চল ছেড়ে বাসিন্দাদের দক্ষিণে যেতে ইসরায়েল সময়সীমা বেঁধে দিলেও বাসিন্দারা সে নির্দেশ মানছেন না বলে দাবি করেছেন তিনি। খবর বিবিসির।

শনিবার রাতে টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে ইসমাইল হানিয়া বলেছেন, যুক্তরাষ্ট্র সরকার ও ইউরোপের কয়েকটি দেশকে নিয়ে আমাদের শত্রু (ইসরায়েল) এসব (গণহত্যা) করছে।

ইসরায়েলের সময়সীমা বেঁধে দেওয়ার বিষয়টি উল্লেখ করে হামাসপ্রধান বলেন, গাজার মানুষ তাদের নিজেদের ভূমিতেই আছেন। তারা কখনো গাজা ছাড়বেন না বা অন্য কোথাও পালিয়ে যাবেন না।

ইসমাইল হানিয়া বলেন, আমি গাজার মানুষকে সালাম জানাই, যারা প্রতিনিয়ত একটি ইহুদি রাষ্ট্রের পাশবিক নির্যাতন ও জুলুমের শিকার হচ্ছেন। তারা তাদের মাতৃভূমির কাছে প্রতিশ্রুতিবদ্ধ।

শেয়ার করুন