আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ২৮ অক্টোবর আমাদেরও কর্মসূচি আছে। নতুন করে নয়, আগেই আমরা কর্মসূচি ঘোষণা করেছি। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে জনতার ঢল নামবে। মহাযাত্রা শুরু হবে। আজ শনিবার সন্ধ্যায় ঢাকেশ্বরী মন্দিরে শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানানোর পর সেখানে এক সমাবেশে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এসব কথা বলেন।
গত ১৮ অক্টোবর ঢাকার সমাবেশ থেকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশের কর্মসূচি ঘোষণা করেন। সেই সময় তিনি বলেছিলেন, মহাসমাবেশের মাধ্যমে তাদের আন্দোলনের মহাযাত্রা শুরু হবে। এখন ওবায়দুল কাদেরও ২৮ অক্টোবর আওয়ামী লীগেরও মহাযাত্রা শুরুর কথা বললেন।
বিএনপির ২৮ অক্টোবরের মহাসমাবেশের প্রসঙ্গ টেনে ওবায়দুল কাদের বলেন, ২৮ অক্টোবর প্রধানমন্ত্রী চট্টগ্রামে কর্ণফুলী নদীর তলদেশে দেশের প্রথম সুড়ঙ্গ পথ বঙ্গবন্ধু টানেল উদ্বোধন করবেন। আর বায়তুল মোকাররম থেকে ঢাকায় নামবে জনতার ঢল। তিনি বলেন, ৪ নভেম্বর প্রধানমন্ত্রী আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেলের উদ্বোধন করবেন। সেদিন ঢাকার ইতিহাসে সবচেয়ে বড় সমাবেশ করবে আওয়ামী লীগ। ফখরুল সাহেবকে (ফখরুল ইসলাম আলমগীর) সেই সমাবেশে আমন্ত্রণ জানাই।