গাজায় জ্বালানিসংকট: কয়েক ঘণ্টায় বন্ধ হতে পারে জাতিসংঘের সহায়তা কার্যক্রম

মত ও পথ ডেস্ক

গাজায় ইসরায়েলের হামলা। ছবি : ইন্টারনেট

তীব্র জ্বালানিসংকটের মধ্যে রয়েছে অবরুদ্ধ গাজা উপত্যকা। এতে চ্যালেঞ্জের মুখে পড়েছে সেখানকার মানবিক সহায়তা কার্যক্রম। জাতিসংঘ বলছে, দ্রুত জ্বালানি সরবরাহ করা না হলে কয়েক ঘণ্টার মধ্যে তাদের সহায়তা কার্যক্রম বন্ধ হয়ে যেতে পারে। আজ বুধবার জাতিসংঘের পক্ষ থেকে এমন কথা জানানো হয়েছে। একই সঙ্গে বিশ্বসংস্থাটি আবারও যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে। খবর এএফপির।

জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনআরডব্লিউএ বলেছে, ১৮ দিন ধরে গাজায় নির্বিচার হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। সেই সঙ্গে পুরোপুরি অবরোধ করে রাখা হয়েছে ফিলিস্তিনি এ ভূখণ্ড। এ পরিস্থিতির মধ্যে গাজার লাখো মানুষের জন্য জরুরি মানবিক সহায়তা কার্যক্রম চালাতে হচ্ছে। কিন্তু জ্বালানিসংকট বাধা হয়ে দাঁড়িয়েছে।

universel cardiac hospital

ইউএনআরডব্লিউএ সতর্ক করে বলেছে, যদি জরুরি ভিত্তিতে জ্বালানি সরবরাহ করা না হয়, তাহলে আমরা গাজায় আমাদের কার্যক্রম গুটিয়ে নিতে বাধ্য হব। সংস্থাটি গাজায় প্রায় ছয় লাখ বাস্তুচ্যুত গাজাবাসীকে ত্রাণ সহায়তা দিচ্ছে।

শেয়ার করুন