জাতিসংঘকে উচিত শিক্ষা দেওয়ার সময় এসেছে: ইসরায়েল

মত ও পথ ডেস্ক

সংগৃহীত ছবি

ইসরায়েলের বিরুদ্ধে হামাসের গত ৭ অক্টোবরের অভিযানের পক্ষে যুক্তি তুলে ধরে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস যে বক্তব্য দিয়েছেন, তাতে ব্যাপক ক্ষুব্ধ হয়েছে তেল আবিব। জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত গিলাদ এরদান বলেছেন, জাতিসংঘের কর্মকর্তাদেরকে আর কখনও ইসরাইলের ভিসা দেওয়া হবে না।

গিলাদ এরদান আর্মি রেডিওকে বলেছেন, গুতেরেসের বক্তব্যের কারণে জাতিসংঘের প্রতিনিধিদেরকে আমরা ভিসা দিতে অস্বীকৃতি জানাব। খবর পার্স টুডের। তিনি আরও বলেন, ‌’আমরা এরইমধ্যে জাতিসংঘ মহাসচিবের মানবিক ত্রাণ বিষয়ক জাতিসংঘের সহকারী মহাসচিব মার্টিন গ্রিফিতসকে ভিসা দিতে অস্বীকৃতি জানিয়েছি।’

universel cardiac hospital

ইসরায়েলি রাষ্ট্রদূত অত্যন্ত ক্ষুব্ধ কণ্ঠে বলেন, জাতিসংঘের কর্মকর্তাদের উচিত শিক্ষা দেওয়ার সময় এসে গেছে। জাতিসংঘের মহাসচিব গতকাল মঙ্গলবার নিরাপত্তা পরিষদে ভাষণ দিতে গিয়ে বলেছিলেন, ইসরায়েলে হামাসের হামলা বিনা কারণে হয়নি। দীর্ঘদিন ধরে গাজাবাসীকে তাদের অধিকার থেকে বঞ্চিত রাখার কারণেই হামাস এ হামলা চালিয়েছে।

শেয়ার করুন