গাজায় বোমাবর্ষণের মধ্যেই পশ্চিম তীরে রাতভর ইসরায়েলি হামলা

মত ও পথ ডেস্ক

গাজায় ইসরায়েলের বিমান হামলার পর দুই শিশুকে উদ্ধার করছেন স্থানীয়রা। ফাইল ছবি

গাজায় মারাত্মক বোমাবর্ষণের পাশাপাশি ইসরায়েলি সামরিক বাহিনী অধিকৃত পশ্চিম তীরে বুধবার রাতভর অভিযান চালিয়েছে। এখন পর্যন্ত হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি। খবর : আলজাজিরা

অধিকৃত পশ্চিম তীরে অভিযান চালিয়ে বেশ কয়েকজন ফিলিস্তিনিকে আটক করেছে ইসরাইলি বাহিনী। দক্ষিণ পশ্চিম তীরের হেব্রন শহর থেকে অনেককেই গ্রেপ্তার করা হয়েছে।

এছাড়া অধিকৃত পশ্চিম তীরের উত্তরে নাবলুস শহরেও অভিযান চালিয়েছে ইসরায়েল। সেখানে অন্তত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

সাঁজোয়া যান শহরের মধ্য দিয়ে যাওয়ার ভিডিও দেখা গেছে। রামাল্লার আশেপাশের গ্রামগুলোতে সাউন্ড গ্রেনেড বিস্ফোরিত হওয়ার শব্দ শোনা গেছে।

স্থল হামলার জন্য প্রস্তুত ইসরায়েল

এদিকে গাজায় খুব দ্রুত অভিযান চালানো হবে বলে জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বুধবার টেলিভিশনে এক ভাষণে তিনি বলেন, হামাসের সামরিক ও প্রশাসনিক সক্ষমতা ধ্বংসে ইসরায়েলের সামরিক বাহিনী স্থল আক্রমণের জন্য প্রস্তুত হচ্ছে।

তিনি বলেন, ইসরায়েলের সেনাদের জীবন সুরক্ষিত করতে স্থল অভিযান সম্পর্কে কোনো বিবরণ প্রকাশ করা হবে না। আমাদের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) স্থল অভিযান কখন শুরু করবে তা নির্ধারণ করবে যুদ্ধকালীন মন্ত্রিসভা।

শেয়ার করুন