ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশেষ সমাবর্তন বর্জনের ঘোষণা বিএনপিপন্থী শিক্ষকদের

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

ঢাকা বিশ্ববিদ্যালয়
ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশেষ সমাবর্তন বর্জনের ঘোষণা দিয়েছে বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দল। সমাবর্তনে বক্তা হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানানোর প্রতিবাদে এই সিদ্ধান্ত নেয় বলে জানিয়েছে সংগঠনটি। আজ শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে সাদা দল এ কথা জানায়।

বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে আগামী রোববার বেলা ১১টায় সমাবর্তনের আনুষ্ঠানিকতা শুরু হবে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সম্মানসূচক ডক্টর অব লিটারেচার ডিগ্রি দিতে এই বিশেষ সমাবর্তনের আয়োজন করা হয়েছে। সমাবর্তনে বক্তা হিসেবে থাকবেন বঙ্গবন্ধুকন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

universel cardiac hospital

সংবাদ বিজ্ঞপ্তিতে সাদা দল বলেছে, দেশে বিরাজমান রাজনৈতিক পরিস্থিতিতে সমাবর্তন বক্তা হিসেবে প্রধানমন্ত্রীর উপস্থিতির বিষয়ে আমরা ভিন্নমত পোষণ করছি। ঢাকা বিশ্ববিদ্যালয় শুধু বাংলাদেশের একটি অগ্রণী ও শ্রেষ্ঠ উচ্চশিক্ষা প্রতিষ্ঠান নয়, এটি গণতন্ত্রচর্চার সূতিকাগার ও মুক্তবুদ্ধিচর্চার লালনকেন্দ্র। সেই বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন বক্তা হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে এমন একজন প্রধানমন্ত্রীকে, যাঁর নেতৃত্বাধীন সরকার বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংস ও মানুষের ভোটাধিকার হরণ করেছে। ২০১৪ ও ২০১৮ সালে দুটি প্রহসনের নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দখল করে দেশে চরম কর্তৃত্ববাদী শাসনব্যবস্থা প্রতিষ্ঠা করেছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এই সরকার চরমভাবে মানবাধিকার লঙ্ঘন করেছে। মুক্তবুদ্ধিচর্চা ও বাক্‌স্বাধীনতা হরণ করেছে। জনগণের দাবিকে উপেক্ষা করে আবারও একটি প্রহসনের নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আঁকড়ে থাকার অপচেষ্টা চালাচ্ছে।

শেয়ার করুন