বিশ্বকাপ : টস জিতে ফিল্ডিংয়ে নিউজিল্যান্ড, বড় সংগ্রহের পথে অস্ট্রেলিয়া

মত ও পথ ডেস্ক

সংগৃহীত ছবি

বিশ্বকাপে উড়ন্ত ফর্মে আছে নিউজিল্যান্ড। ভারতের বিপক্ষে ম্যাচ বাদ দিলে এখন পর্যন্ত সব ম্যাচেই দাপট দেখিয়ে জয় পেয়েছে ব্ল্যাকক্যাপসরা। অন্যদিকে অস্ট্রেলিয়ার অবস্থা কিছুটা বিপরীতমুখী। দুই হার দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করা অজিরা টুর্নামেন্টে ফিরে পেয়েছে ছন্দ। তিন ম্যাচেই পেয়েছে দারুণ জয়। ধর্মশালায় ৬ষ্ঠ রাউন্ডের ম্যাচে আজ শনিবার মুখোমুখি হয়েছে এই দুই দল।

বিশ্বকাপের ২৭তম ম্যাচে আগে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে নিউজিল্যান্ড। এবারের বিশ্বকাপে ধর্মশালার বেশিরভাগ ম্যাচেই পরে ব্যাট করে জয় এসেছে। বোলিং সহায়ক পিচে অজিদের কম রানে আটকে ফেলাই লক্ষ্য নিউজিল্যান্ডের।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত অস্ট্রেলিয়ার সংগ্রহ ১২ ওভার শেষে কোনো উইকেট না হারিয়ে ১৩৩। ব্যাটিংয়ে রয়েছেন ৬৮ রান নিয়ে ডেভিড ওয়ার্নার এবং ৬২ রান নিয়ে ট্রাভিস হেড।

এই ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করছেন ট্রাভিস হেড। ইনজুরির কারণে মিস করেছেন বিশ্বকাপের বেশকিছু ম্যাচ। এই ম্যাচে তাকে জায়গা করে দিতে বাদ পড়েছেন ক্যামেরন গ্রিন। আর নিউজিল্যান্ড একাদশে মার্ক চ্যাপম্যানের বদলে জায়গা করে নিয়েছেন জিমি নিশাম।

নিউজিল্যান্ড একাদশ

টম ল্যাথাম (অধিনায়ক), ডেভন কনওয়ে, উইল ইয়াং, রাচিন রবীন্দ্র, ড্যারিল মিচেল, গ্লেন ফিলিপস, জেমস নিশাম, মিচেল স্যান্টনার, ম্যাট হেনরি, লকি ফার্গুসন, ট্রেন্ট বোল্ট

অস্ট্রেলিয়া একাদশ

প্যাট কামিন্স (অধিনায়ক), মার্নাস লাবুশেন, ট্রাভিস হেড, জশ হ্যাজলউড, জশ ইংলিস, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, স্টিভেন স্মিথ, মিচেল স্টার্ক, ডেভিড ওয়ার্নার ও অ্যাডাম জাম্পা।

শেয়ার করুন