ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি স্থল অভিযান ‘দ্বিতীয় পর্যায়ে’ গড়িয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এ কথা বলেছেন। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধের এই পর্যায়টি দীর্ঘ ও কঠিন হবে বলে সতর্ক করেছেন নেতানিয়াহু। খবর বিবিসির।
গাজায় ইসরায়েলের ব্যাপক বোমা হামলা অব্যাহত আছে। এর মধ্যে গতকাল শনিবার টেলিভিশনে দেওয়া এক ভাষণে নেতানিয়াহু নিশ্চিত করেন যে গাজা উপত্যকাজুড়ে ইসরায়েলি কমান্ডার ও সেনা মোতায়েন করা হয়েছে।
নেতানিয়াহু বলেন, এটি হবে একটি দীর্ঘ ও কঠিন যুদ্ধ। এই যুদ্ধে তারাই জিতবেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা লড়ব। আমরা আত্মসমর্পণ করব না। আমরা সরে আসব না।’
উপত্যকার গাজা সিটির বাসিন্দাদের সতর্ক করে উড়োজাহাজ থেকে লিফলেট ফেলেছে ইসরায়েল। এতে বলা হয়েছে, এলাকাটি এখন একটি যুদ্ধক্ষেত্র। তাই গাজা সিটির বেসামরিক বাসিন্দাদের অবশ্যই দক্ষিণে চলে যেতে হবে।