শর্ত ছাড়া যারা আসবে, তাদের সঙ্গেই কথা বলব: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সংগৃহীত ছবি

বিদ্যমান পরিস্থিতিতে সংলাপ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, যারা আসবে, তাদের সঙ্গেই কথা বলবেন। কিন্তু শর্ত ছাড়া আসতে হবে। সংবিধান মেনে কথা বলতে হবে। আজ বুধবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।

সাংবাদিকদের সঙ্গে কথা বলার আগে ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। এরপর মন্ত্রী সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। এ সময় বৈঠকের বিষয়বস্তুর পাশাপাশি বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন মন্ত্রী।

সংলাপ নিয়ে উদ্যোগ নেওয়া হবে কি না, এমন প্রশ্নের জবাবে আসাদুজ্জামান খান বলেন, যারা আসবে, তাদের সঙ্গেই আমরা কথা বলব। কিন্তু তাদের কোনো শর্ত ছাড়া আসতে হবে। সংবিধানের কাঠামো মেনে কথা বলতে হবে। সংবিধানের বাইরে যদি কেউ কিছু বলে, তাহলে সেটি হবে না।

শেয়ার করুন