আগুন দিয়ে রাজনৈতিক সমাধান হয়নি, হবে না: মেয়র তাপস

নিজস্ব প্রতিবেদক

শেখ ফজলে নূর তাপস
ফাইল ছবি

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস বলেছেন, আগুন ও আগ্রাসনের মাধ্যমে অতীতে কখনো রাজনৈতিক সমাধান হয়নি, এবারও হবে না। নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক সমাধান সম্ভব। ফলে এসব পরিহার করে বিরোধীদের নির্বাচনে আসতে হবে। বুধবার রাজধানীর গুলিস্তানে শহীদ মতিউর পার্কের (মহানগর নাট্যমঞ্চ) ভেতরে নির্মিত ‘রাইসা নগর ব্যায়ামাগার’ উদ্বোধন করে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন শেখ তাপস।

ডিএসসিসি মেয়র বলেন, আগ্রাসন, অন্যায় ও আগুন দিয়ে নিরীহ মানুষকে পুড়িয়ে যে রাজনীতি করা হচ্ছে, সেটি প্রত্যাহার করে সরকারবিরোধী দলগুলো নির্বাচনে আসবে বলে তিনি আশাবাদী। দক্ষিণ সিটির প্রতিটি ওয়ার্ডেই একটি করে নগর ব্যায়ামাগার স্থাপন করা হবে বলে জানান মেয়র। তিনি বলেন, এরই অংশ হিসেবে আজ ১৩ নম্বর ওয়ার্ডে নগর ব্যায়ামাগারের উদ্বোধন করা হলো। যৌথ মূলধনি অংশীদারত্বের মাধ্যমেই এসব ব্যায়ামাগার পরিচালনা করা হবে বলেও জানান তিনি।

এ সময় অন্যদের মধ্যে দক্ষিণ সিটির প্রধান প্রকৌশলী আশিকুর রহমান, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ইফতেখার আহমেদ চৌধুরী, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ শফিকুল ইসলাম ও সুয়ে মেন জো, প্রধান সমাজকল্যাণ ও বস্তি উন্নয়নবিষয়ক কর্মকর্তা আকন্দ মোহাম্মদ ফয়সাল উদ্দিন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের, ১৩ নম্বর ওয়ার্ডের এনামুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন