জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদেরের নামে দুটি সংসদীয় আসনের মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে। তবে জাপার প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ এখনো কোনো আসনের মনোনয়ন ফরম সংগ্রহ করেননি। মনোনয়ন ফরম নেননি এরশাদ-পুত্র রাহগির আল মাহি এরশাদও (সাদ এরশাদ)।
মঙ্গলবার সন্ধ্যায় বনানীতে চেয়ারম্যানের কার্যালয়ে জাতীয় পার্টির পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়েছে। আগামী দ্বাদশ সংসদ নির্বাচন উপলক্ষে দ্বিতীয় দিনের মতো জাতীয় পার্টি থেকে মনোনয়নপ্রত্যাশী নেতা-কর্মীদের কাছে মনোনয়ন ফরম বিক্রি করা হয়।
জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা খলিলুর রহমান গণমাধ্যমকে জানান, চেয়ারম্যানের নামে ঢাকা-১৭ এবং রংপুর-৩ এই দুটি সংসদীয় আসন থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে।
দ্বিতীয় দিনের মনোনয়ন ফরম বিক্রি শেষে জাতীয় পার্টির চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী সাংবাদিকদের বলেন, দ্বিতীয় দিনে ৬২২টি মনোনয়ন ফরম বিতরণ করা হয়েছে। গতকাল (প্রথম দিন) বিতরণ করা হয়েছিল ৫৫৭টি মনোনয়ন ফরম। এ নিয়ে দুই দিনে মোট ১ হাজার ১৭৯টি মনোনয়ন ফরম বিতরণ করা হয়েছে।
খন্দকার দেলোয়ার আরও বলেন, ২৩ নভেম্বর পর্যন্ত মনোনয়ন ফরম বিক্রি করা হবে। প্রতিটি মনোনয়ন ফরমের দাম ৩০ হাজার টাকা। তবে এর মধ্যে কিছু কিছু মনোনয়ন ফরমের ক্ষেত্রে ‘সৌজন্য’ আছে বলেও জানান তিনি।
রওশন এরশাদ এবং সাদ এরশাদের মনোনয়ন ফরম সংগ্রহের বিষয়ে জানতে চাওয়া হলে খন্দকার দেলোয়ার বলেন, তাঁদের দুজনের কেউ মনোনয়ন ফরম নেননি। তবে গতকাল রওশন এরশাদের পক্ষ থেকে মহাসচিবকে (মুজিবুল হক চুন্নু) দুই দফায় ফোন করা হয়েছিলে। তাঁকে বলা হয়েছিল রওশন এরশাদ ও তাঁর ছেলে সাদ এরশাদের নামে মনোনয়ন ফরম নেওয়া হবে। কিন্তু গতকাল এবং আজকে তাঁরা কিংবা তাঁদের পক্ষে কেউ মনোনয়ন ফরম নিতে আসেননি।
আজ সকাল থেকে বনানীর ১৭/এ সড়কের ৭৫/ই বাড়ির সামনে (চেয়ারম্যানের কার্যালয়) প্রচুর মানুষের ভিড় দেখা গেছে। কর্মীদের হাতে নিজেদের সমর্থিত নেতার প্ল্যাকার্ড, ফেস্টুন, পোস্টার ছিল। কর্মী ও সমর্থকদের সঙ্গে নিয়ে মনোনয়ন ফরম সংগ্রহ করতে আসেন মনোনয়নপ্রত্যাশী ব্যক্তিরা।
নেতা-কর্মীদের আনন্দমিছিল আর স্লোগানের তালে তালে বাজানো হয় ব্যান্ডপার্টির বাদ্য।
জাতীয় পার্টির নেতারা জানান, মনোনয়ন ফরম সংগ্রহের জন্য বিভাগ অনুযায়ী আটটি বুথ করা হয়েছে। ২৪ নভেম্বর থেকে প্রতিদিন দুটি বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার নেওয়া হবে। ২৪ নভেম্বর রংপুর ও রাজশাহী বিভাগ, ২৫ নভেম্বর খুলনা ও বরিশাল বিভাগ, ২৬ নভেম্বর ঢাকা ও ময়মনসিংহ বিভাগ এবং ২৭ নভেম্বর চট্টগ্রাম ও সিলেট বিভাগের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সাক্ষাৎকার নেওয়া