ইনুর আসন ফাঁকা রইল, মেননের আসনে বাহাউদ্দিন নাছিম

নিজস্ব প্রতিবেদক

রাশেদ খান মেনন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দুটি আসন ফাঁকা রেখে ২৯৮টি আসনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেছে আওয়ামী লীগ। ফাঁকা রাখা দুই আসন হল কুষ্টিয়া-২ (ভেড়ামারা ও মিরপুর) এবং নারায়ণগঞ্জ-৫ (বন্দর উপজেলা ও নারায়ণগঞ্জ সদরের অংশ)। এর মধ্যে কুষ্টিয়া-২ আসনে বর্তমান সংসদ সদস্য জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু।

জাসদ সভাপতির আসনে আওয়ামী লীগ প্রার্থী ঘোষণা না করলেও ১৪ দলীয় জোটের আরেক শরিক দল বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের আসনে এবার এক নেতাকে মনোনীত করেছে ক্ষমতাসীন দলটি। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আজ রোববার এ তালিকা প্রকাশ করেন।

আওয়ামী লীগ ফাঁকা রাখা আরেক আসন নারায়ণগঞ্জ-৫ এ বর্তমান সংসদ সদস্য হিসেবে আছেন জাতীয় পার্টির এ কে এম সেলিম ওসমান। তিনি আওয়ামী লীগের সংসদ সদস্য শামীম ওসমানের ভাই। শামীম ওসমান নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য। তিনি এবারও ওই আসনে দলের মনোনয়ন পেয়েছেন। আজ প্রার্থী তালিকা ঘোষণার সময় ওবায়দুল কাদের বলেন, শুধু দুটি আসন কুষ্টিয়া-২ এবং নারায়ণগঞ্জ-৫ বাদ দিয়ে আজ সব আসনের প্রার্থীদের নাম ঘোষণা হচ্ছে।

আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের গুরুত্বপূর্ণ প্রার্থী ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। তিনি ঢাকা-৮ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য। তবে এবার এ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম।

শেয়ার করুন