দুর্নীতির শেষ মামলা থেকেও রেহাই পেলেন নওয়াজ শরিফ

মত ও পথ ডেস্ক

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। ফাইল ছবি

পাকিস্তানে পার্লামেন্ট নির্বাচনের আগে বড় স্বস্তি পেলেন সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান মুসলিম লীগ (এন) নেতা নওয়াজ শরিফ। আজ মঙ্গলবার আল আজিজিয়া দুর্নীতি মামলা থেকে তাকে রেহাই দিল ইসলামাবাদ হাইকোর্ট। খবর এনডিটিভির।

প্রধানমন্ত্রী থাকাকালীন তিনটি দুর্নীতি মামলায় দোষী সাব্যস্ত হয়ে জেলে গিয়েছিলেন নওয়াজ। চার বছর বিদেশে ‘নির্বাসন’ কাটিয়ে দেশে ফেরার দেড় মাসের মাথায় তিনটি মামলা থেকেই মুক্তি পেলেন তিনি। আগামী ৮ ফেব্রুয়ারি পাকিস্তান পার্লামেন্টের নিম্নকক্ষ ‘ন্যাশনাল অ্যাসেম্বলি’র নির্বাচন। তার আগে সব মামলা থেকে শরিফের রেহাই তার প্রধানমন্ত্রিত্বের জল্পনা উস্কে দিল।

universel cardiac hospital

শেয়ার করুন