জিম্মি মুক্তি নিয়ে নতুন আলোচনার ইঙ্গিত নেতানিয়াহুর

মত ও পথ ডেস্ক

নেতানিয়াহু
নেতানিয়াহু। ফাইল ছবি

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের কাছে জিম্মি থাকা ব্যক্তিদের মুক্ত করতে নতুন করে আলোচনা শুরুর ইঙ্গিত দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গতকাল শনিবার এক সংবাদ সম্মেলনে তিনি এমন ইঙ্গিত দেন। খবর রয়টার্সের।

এর আগে ইসরায়েলের গোয়েন্দাপ্রধানের সঙ্গে কাতারের প্রধানমন্ত্রীর বৈঠক হয়েছে। সংশ্লিষ্ট সূত্রমতে, ওই বৈঠকে যুদ্ধবিরতিসহ জিম্মি মুক্তি নিয়ে আলোচনা হয়েছে।

universel cardiac hospital

ইসরায়েলি সেনাবাহিনী হামাসের হাতে আটক থাকা শতাধিক জিম্মির মধ্যে তিনজনকে ভুল করে হত্যা করার এক দিন পর গতকাল সংবাদ সম্মেলন করেন নেতানিয়াহু। সংবাদ সম্মেলনটি টেলিভিশনে সম্প্রচারিত হয়। সেখানে ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেন, গাজায় যে সংঘাত চলছে, তা তাদের অস্তিত্বের লড়াই। চাপ থাকা সত্ত্বেও বিজয় নিশ্চিত না হওয়া পর্যন্ত এ লড়াই চালিয়ে যেতে হবে। তিনি বলেন, গাজায় কোনো সামরিক বাহিনী থাকবে না। তবে সেখানকার নিরাপত্তার দায়িত্ব ইসরায়েলের হাতে থাকবে।

শেয়ার করুন