ইমরান খানের মনোনয়নপত্র বাতিল ‘রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ’

মত ও পথ ডেস্ক

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। ছবি : ইন্টারনেট

পাকিস্তানে আসন্ন জাতীয় নির্বাচনে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। একে ‘রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ’ আখ্যা দিয়ে এর তীব্র নিন্দা জানিয়েছে ইমরানের প্রতিষ্ঠিত দল পাকিস্তান তেহরিক–ই–ইনসাফ (পিটিআই)। দলটি বলছে, এ সিদ্ধান্ত রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। খবর ডনের।

আসন্ন জাতীয় পরিষদ নির্বাচনের প্রার্থী হিসেবে পাঞ্জাবে দুটি আসনে মনোনয়নপত্র তুলেছিলেন ইমরান খান। তবে গত শনিবার পাকিস্তান নির্বাচন কমিশনের (ইসিপি) পাঞ্জাব অঞ্চলের কর্মকর্তারা এই দুই আসনে ইমরান খানের মনোনয়নপত্র বাতিল করেন।

universel cardiac hospital

পিটিআইয়ের তথ্যবিষয়ক সম্পাদক রউফ হাসান নির্বাচন কমিশনের এ সিদ্ধান্তকে ‘রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ’–এ সঙ্গে তুলনা করেছেন। নির্বাচনী প্রক্রিয়ায় সরকারের হস্তক্ষেপের তীব্র সমালোচনা করেন তিনি। একই সঙ্গে এ নিয়ে দেশের সর্বোচ্চ আদালতের হস্তক্ষেপও কামনা করেন তিনি।

শেয়ার করুন