মিয়ানমারে ৯ হাজারের বেশি বন্দীকে সাধারণ ক্ষমা ঘোষণা

মত ও পথ ডেস্ক

মিয়ানমারে ৯ হাজারের বেশি বন্দীকে সাধারণ ক্ষমা ঘোষণা করেছে জান্তা সরকার। বৃহস্পতিবার মিয়ানমারের স্বাধীনতা দিবস উদ্‌যাপনের অংশ হিসেবে এ ঘোষণা দেওয়া হয়েছে। খবর এএফপির।

মিয়ানমারে ২০২১ সালে অভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতা দখলকারী সেনাবাহিনী সম্প্রতি উত্তরাঞ্চলের বিদ্রোহী গোষ্ঠীগুলোর প্রবল প্রতিরোধের মুখে পড়েছে। বিদ্রোহী গোষ্ঠীগুলোর একটি জোট ইতিমধ্যে বিভিন্ন সামরিক ঘাঁটি ও মিয়ানমারের সঙ্গে চীনের বাণিজ্যপথের উল্লেখযোগ্য অংশ দখল করে নিয়েছে।

universel cardiac hospital

বিশ্লেষকেরা বলছেন, বিদ্রোহী গোষ্ঠীগুলোর প্রবল প্রতিরোধের কারণে মিয়ানমারের জান্তা সরকার ব্যাপক হুমকির মুখে পড়েছে।

আগের বছর মিয়ানমারের রাজধানী নেপিডোতে কুচকাওয়াজের মধ্য দিয়ে স্বাধীনতা দিবসের কর্মসূচি শুরু হয়েছিল। এরপর জান্তাপ্রধান মিন অং হ্লাইং ভাষণ দেন। তবে চলতি বছর জান্তাপ্রধান অনুষ্ঠানে অনুপস্থিত ছিলেন। তার অধীনস্থ এক কর্মকর্তা জান্তাপ্রধানের পক্ষে বক্তব্য পড়ে শোনান।

শেয়ার করুন