দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণ শুরুর আগে শনিবার রাত ১০টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় দেশের অন্তত ২২ জেলায় ৪১টি অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এর মধ্যে ১৪ জেলার ২১টি ভোটকেন্দ্রে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
একই সময় চার জেলায় চার নির্বাচনী ক্যাম্প ও দুই ব্যবসাপ্রতিষ্ঠান, সাত জেলায় ১১টি যানবাহন ও তিন জেলায় অন্তত তিনটি স্থাপনায় (ভোটকেন্দ্র নয় এমন বিদ্যালয়) আগুন লাগানো হয়েছে। এ ছাড়া দুই জেলায় ভাঙচুর করা হয়েছে ২২টির মতো যানবাহন।
৭ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচন বর্জন করছে প্রধান বিরোধী দল বিএনপি ছাড়াও দলটির যুগপৎ আন্দোলনে থাকা গণতন্ত্র মঞ্চসহ বিভিন্ন শরিক দল এবং সিপিবি, বাম জোটসহ কয়েকটি বামপন্থী দল। আন্দোলনের অংশ হিসেবে হরতাল–অবরোধ, বিক্ষোভ–মিছিল, সমাবেশের মতো কর্মসূচি পালন করে আসছে দলগুলো। এরই ধারাবাহিকতায় শনিবার ও রোববার দেশজুড়ে হরতাল কর্মসূচি দিয়েছে বিএনপি।
বিরোধীদের এ কর্মসূচি চলাকালে শনিবার বগুড়ায় পুলিশের সঙ্গে বিএনপির নেতা–কর্মীদের সংঘর্ষ ও গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। নোয়াখালীতে দলটির নেতা–কর্মীদের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়া হয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতা–কর্মীদের। আর রাজশাহী, কুমিল্লা ও লক্ষ্মীপুরে বেশ কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটে। চট্টগ্রামের দুই স্থানে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে ত্রিভুজাকৃতির লোহার পাত ফেলে রাখায় চাকা পাংচার হয়ে বিকল হয় ৮০টির মতো যাত্রীবাহী ও পণ্যবোঝাই গাড়ি।
নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় চারটি ভোটকেন্দ্রে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার রাতে এসব ঘটনা ঘটেছে বলে স্থানীয় লোকজন জানান। উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়নি। কেন্দ্রগুলো হলো ডাউকি প্রাথমিক বিদ্যালয়, দুরচাপুর প্রাথমিক বিদ্যালয়, বাঘবেড় প্রাথমিক বিদ্যালয় ও দুর্গাপুর প্রাথমিক বিদ্যালয়। তবে কেন্দুয়ার ইউএনও সেলিম মিঞা তিনটি কেন্দ্রে অগ্নিসংযোগের কথা নিশ্চিত করেছেন। কেন্দুয়া থানার ওসি এনামূল হক জানান, গ্রাম পুলিশ সদস্য ও স্থানীয় মানুষ আগুন নিভিয়েছেন।
বরিশালের উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নে তিনটি ও শিকারপুর ইউনিয়নে একটি কেন্দ্রে শনিবার সকালে আগুন দেয় দুর্বৃত্তরা। এ সময় পুলিশ ও স্থানীয় লোকজন ধাওয়া করলে তারা পালিয়ে যায়। ভোটকেন্দ্রগুলো হলো বামরাইল ইউনিয়নের ধামসার প্রাথমিক বিদ্যালয়, সানুহার মাধ্যমিক বিদ্যালয়, হস্তিশুন্ড প্রাথমিক বিদ্যালয় ও শিকারপুর ইউনিয়নের মুণ্ডুপাশা প্রাথমিক বিদ্যালয়। উজিরপুর থানার পরিদর্শক মো. তৌহীদুজ্জামান বলেন, নিরাপত্তাকর্মীদের কারণে কেন্দ্রগুলোর তেমন ক্ষতি হয়নি। কেন্দ্রে পাহারা জোরদার করা হয়েছে।
ময়মনসিংহের নান্দাইল ও গফরগাঁও উপজেলায় দুই ভোটকেন্দ্রে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। নান্দাইলে শনিবার ভোরে ৭১ নম্বর হরিপুর প্রাথমিক বিদ্যালয় ও গফরগাঁওয়ে শুক্রবার ভোররাতে পড়শীপাড়া প্রাথমিক বিদ্যালয়ে আগুন দেওয়া হয়। নান্দাইল ফায়ার সার্ভিসের স্টেশন উপকর্মকর্তা মো. সাইদুল ইসলাম বলেন, ৭১ নম্বর হরিপুর বিদ্যালয়ের চারটি কক্ষ পুড়ে গেছে। পুলিশ জানায়, এ ঘটনায় যুবদল ও কৃষক দলের তিন নেতাকে গ্রেপ্তার করেছে তারা। এদিকে গফরগাঁও ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা রাম প্রসাদ পাল বলেন, পড়শীপাড়া প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে তাদের কর্মীরা আগুন নেভান।