দ্বাদশ সংসদ নির্বাচনে ২৯৮ আসনে বিজয়ীদের গেজেট প্রকাশ

নিজস্ব প্রতিবেদক

সংসদ ভবন
ফাইল ছবি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৮ আসনে বিজয়ীদের ফল গেজেট আকারে প্রকাশ করেছে নির্বাচন কমিশন। কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন কমিশন ফলাফল অনুমোদন দেওয়ার পর ইসি সচিব মো. জাহাংগীর আলমের স্বাক্ষরে মঙ্গলবার বিকেলে এ গেজেট জারি করা হয়।

দেশের ৩০০ সংসদীয় আসনের মধ্য নওগাঁ-২ আসনে এক প্রার্থীর মৃত্যুতে নির্বাচন বাতিল করা হয়। নতুন তফসিলে ওই আসনে ভোট হবে আগামী ১৩ ফেব্রুয়ারি। আর রোববার ভোটের দিন অনিয়ম, সহিংসতার কারণে একটি কেন্দ্রের ভোট বাতিল হওয়ায় ময়নসিংহ-৩ এর ফলাফল আটকে রয়েছে। ওই কেন্দ্রে ফের নির্বাচন হবে ১৩ জানুয়ারি।

universel cardiac hospital

যাদের নামে গেজেট হয়েছে, তারা শপথ নেবেন আজ বুধবার। সকাল ১০টায় সংসদ ভবনের শপথ কক্ষে স্পিকার শিরীন শারমিন চৌধুরী তাদের শপথ পড়াবেন। নির্বাচনে আওয়ামী লীগ ২২২, জাতীয় পার্টি ১১, ওয়ার্কার্স পার্টি ১, জাসদ ১, কল্যাণ পার্টি ১ এবং স্বতন্ত্র প্রার্থীরা ৬২ আসনে বিজয়ী হয়েছে।

রেওয়াজ অনুযায়ী সংখ্যাগরিষ্ঠ দল আওয়ামী লীগের সদস্যরাই প্রথমে শপথ নেবেন। এরপর ক্রমানুসারে শপথ নেবেন অন্যরা। শপথ শেষে নতুন সংসদ সদস্যরা সংসদ সচিবের কার্যালয়ের স্বাক্ষর খাতায় সই করবেন এবং একসঙ্গে তাদের ছবি তোলা হবে।

এমপিদের শপথের আনুষ্ঠানিকতা শেষে শুরু হবে নতুন সরকার গঠনের পর্ব। রাষ্ট্রপতি সংখ্যাগরিষ্ঠ দলের নেতাকে সরকার গঠনের আমন্ত্রণ জানাবেন। এরপর বৃহস্পতিবার বঙ্গভবনে হবে নতুন মন্ত্রিসভার শপথ। নিরঙ্কুশ জয়ে টানা চতুর্থবারের মত সরকার গঠন করতে যাচ্ছে আওয়ামী লীগ।

শেয়ার করুন