ফেব্রুয়ারিতে জার্মানি সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

নিজস্ব প্রতিবেদক

প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাইল ছবি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময়ে রাষ্ট্রীয় সফরে জার্মানি যাচ্ছেন। দেশটির মিউনিখ শহরে সিকিউরিটি কনফারেন্সে যোগ দেবেন তিনি।নটানা চতুর্থ মেয়াদে সরকার গঠনের পর এটি প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর হতে যাচ্ছে।

আজ বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) ঢাকায় জার্মানির রাষ্ট্রদূত আখিম ত্রোস্তার ও ফ্রান্সের রাষ্ট্রদূত ম্যারি মাসদুপুই পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে পররাষ্ট্রমন্ত্রী বলেন, মিউনিখ সম্মেলনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী। তাঁর দ্বিপক্ষীয় বৈঠক নিয়ে আমরা কাজ করছি।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, আগামী ১৫ ফেব্রুয়ারি ঢাকা থেকে মিউনিখের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী। আগামী ১৮ ফেব্রুয়ারি দেশে ফিরবেন তিনি। জানা গেছে, ১৬ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া মিউনিখ সিকিউরিটি কনফারেন্স ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। এতে বিশ্বের বিভিন্ন দেশের শীর্ষ নেতারা যোগ দেবেন।

শেয়ার করুন