ইয়েমেনের রাস ইসসা বন্দরে দুটি বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। আজ শনিবার ইয়েমেনের হুতি–নিয়ন্ত্রিত আল মাসিরা টেলিভিশনে প্রচারিত প্রতিবেদনে এ দাবি করা হয়েছে। রাস ইসসা বন্দরটি ইয়েমেনের প্রধান তেল রপ্তানি টার্মিনাল হিসেবে পরিচিত। খবর রয়টার্সের।
এডেন উপসাগরে গতকাল শুক্রবার হুতিদের হামলায় একটি জ্বালানির ট্যাংকারে আগুন ধরে যাওয়ার ঘটনার পর এ বিমান হামলার খবর পাওয়া গেল। রাস ইসসা বন্দরে হামলা হওয়ার খবর জানানো হলেও আল মাসিরা টেলিভিশনে এ নিয়ে বিস্তারিত কিছু বলা হয়নি। এ হামলার ব্যাপারে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের পক্ষ থেকেও বক্তব্য পাওয়া যায়নি।
গতকাল এডেন উপসাগরে যে ট্যাংকারটিতে হামলা হয়, সেটির নাম মারলিন লন্ডা। সিঙ্গাপুরভিত্তিক বাণিজ্যিক প্রতিষ্ঠান ট্রাফিগুরা এটি পরিচালনা করে থাকে। মার্কিন সামরিক বাহিনী বলেছে, হামলায় জাহাজটি ক্ষতিগ্রস্ত হলেও কেউ হতাহত হয়নি। যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর একটি জাহাজ ট্যাংকারটিকে সহযোগিতা করছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মার্কিন প্রতিরক্ষা বাহিনীর কেন্দ্রীয় কমান্ড বলেছে, প্রায় আট ঘণ্টা পর যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী হুতিদের একটি জাহাজবিধ্বংসী ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে। লোহিত সাগরে কোনো লক্ষ্যবস্তুতে হামলার জন্য ক্ষেপণাস্ত্রটিকে প্রস্তুত রাখা হয়েছিল।