জাতীয় পার্টির রওশন এরশাদের অনুসারীরা আগামী ৯ মার্চ দলের কেন্দ্রীয় সম্মেলন করার ঘোষণা দিয়েছেন। আজ শনিবার গুলশানের বাসায় অনুসারীদের সঙ্গে বৈঠকের পর রওশন এরশাদ সম্মেলনের নতুন তারিখ ঘোষণা করেন। এর আগে ২ মার্চ সম্মেলনের তারিখ ঘোষণা করা হয়েছিল।
রওশন এরশাদ বলেন, আমি পার্টির সর্বস্তরের নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করেছি। পবিত্র মাহে রমজানের আগে রাজধানীতে নানা আনুষ্ঠানিকতা থাকায় ওই দিনে উপযুক্ত জায়গা পাওয়া যায়নি। সে জন্য আমরা তারিখ পরিবর্তন করেছি। এখন ৯ মার্চ জাতীয় পার্টির দশম জাতীয় সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয়েছে।
রওশন এরশাদ বলেন, পল্লিবন্ধু এরশাদের রেখে যাওয়া জাতীয় পার্টির জনপ্রিয়তায় চরম ধস নেমেছে। পার্টি থেকে পল্লিবন্ধুর নামটাও প্রায় মুছে ফেলা হয়েছে। পার্টির এই ক্রান্তিলগ্নে দেশের অগণিত নেতাকর্মীর দাবির মুখে আমাকে দলের চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে। সবার সহযোগিতার মাধ্যমে হয়তো এই দায়িত্ব পালন করা আমার পক্ষে সম্ভব হবে।