ইরানে গুলি করে একই পরিবারের ১২ জনকে হত্যা

মত ও পথ ডেস্ক

বন্দুকযুদ্ধ
প্রতীকী ছবি

ইরানে এক যুবক তার পরিবারের ১২ সদস্যকে গুলি করে হত্যা করেছেন। দেশটির দক্ষিণাঞ্চলে কেরমান প্রদেশের ফারাব শহরের কাছে এ ঘটনা ঘটে। আজ রোববার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে খবরে এ তথ্য জানানো হয়। খবর এএফপির।

প্রাদেশিক প্রধান বিচারপতি ইব্রাহীম হামিদির বরাত দিয়ে বার্তা সংস্থার ইরনার খবরে বলা হয়, পারিবারিক বিরোধের জের ধরে ৩০ বছরের এক যুবক তার বাবা-ভাইসহ পরিবারের ১২ সদস্যকে কালাশনিকভ (একে) রাইফেল দিয়ে গুলি করে হত্যা করেন।

universel cardiac hospital

নিরাপত্তা বাহিনী হামলাকারী ব্যক্তিকে ধরতে গেলে দুই পক্ষের মধ্যে গুলিবিনিময় হয়। এতে হামলাকারী ব্যক্তি নিহত হন। ইরানে নির্বিচারে গুলির ঘটনা বিরল। দেশটিতে শুধু শিকার করা যায়, এমন রাইফেল রাখার অনুমতি দেওয়া হয়।

গত জানুয়ারিতে এই একই প্রদেশে একটি সেনাঘাঁটিতে এ ধরনের হামলার ঘটনা ঘটে। হামলাকারী ওই সেনা পালানোর আগে অন্তত পাঁচ সেনাকে হত্যা করেন।

শেয়ার করুন