এপ্রিল থেকে অভ্যন্তরীণ গম সংগ্রহ অভিযান শুরু হবে

নিজস্ব প্রতিবেদক

গম
ফাইল ছবি

আগামী এপ্রিল মাস থেকে শুরু হবে অভ্যন্তরীণ গম সংগ্রহ অভিযান। উপজেলা ভিত্তিক লক্ষ্যমাত্রা নির্ধারণ করার লক্ষ্যে সম্ভাব্য গম উৎপাদনের তথ্য জরুরিভিত্তিতে চেয়েছে সরকার।

সম্প্রতি খাদ্য অধিদপ্তর থেকে দেশের সব আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রককে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, অভ্যন্তরীণ গম সংগ্রহ অভিযান ২০২৪ আগামী এপ্রিল মাস থেকে শুরু হবে। আসন্ন গম সংগ্রহ অভিযান উপজেলা ভিত্তিক লক্ষ্যমাত্রা ধার্য করার লক্ষ্যে জেলার উপজেলার সম্ভাব্য গম উৎপাদনের তথ্য প্রয়োজন। এজন্য গম উৎপাদনের তথ্য আগামী ১৪ মার্চের মধ্যে ই-মেইলসহ হার্ডকপি জরুরিভিত্তিতে এ বিভাগে পাঠানোর জন্য অনুরোধ করা হলো।

একইসঙ্গে তার বিভাগের জেলাগুলোর প্রতি টন গম উৎপাদনের প্রকৃত ব্যয় (খাতওয়ারি) এবং কেজিপ্রতি সম্ভাব্য সংগ্রহ মূল্য প্রেরণ করতে অনুরোধ করা হলো। সম্ভাব্য গম উৎপাদনের তথ্য রাউন্ড ফিগারে (দশমিক ব্যতীত) পাঠাতে হবে। গম উৎপাদনের তথ্য পাঠানোর পর আর কোনো সংশোধনী গ্রহণ করা হবে না।

শেয়ার করুন