মিয়ানমারে সেনাবাহিনীতে যোগদান বাধ্যতামূলক করার পর ধরপাকড় শুরু

মত ও পথ ডেস্ক

তরুণ–তরুণীদের সেনাবাহিনীতে যোগদান বাধ্যতামূলক–সংক্রান্ত আইন কার্যকরের পর ধরপাকড় শুরু করেছে মিয়ানমারের জান্তা সরকার। চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে শুধু মান্দালয়ের ছয় শহরে অন্তত ৮০ তরুণ–তরুণীকে গ্রেপ্তার করার খবর জানা গেছে। এই সংখ্যা বেশিও হতে পারে।

থাইল্যান্ড থেকে প্রকাশিত মিয়ানমারের গণমাধ্যম দ্য ইরাবতি বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানায়। ইরাবতি বলছে, সেনাবাহিনীতে যোগদান বাধ্যতামূলক–সংক্রান্ত আইনটি কার্যকর করার পর থেকে অসংখ্য তরুণ–তরুণীকে গ্রেপ্তার করা হয়েছে।

universel cardiac hospital

মান্দালয়ের বাসিন্দাদের বরাতে ইরাবতির খবরে বলা হয়, সেখানে ১৫ ফেব্রুয়ারির পর থেকে ব্যাপক ধরপাকড় শুরু হয়েছে। জান্তা সেনা, পুলিশ ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা যৌথভাবে ঘরে ঘরে গিয়ে তল্লাশি চালাচ্ছেন। কোন বাড়ির কত সদস্য, সেটা গণনা করে দেখা হচ্ছে। একই সঙ্গে সেই বাড়িতে অন্য কেউ রাতে থাকেন কি না, তারও খোঁজ করা হচ্ছে।

মান্দালয়ের এক বাসিন্দা ইরাবতিকে বলেন, সেনাবাহিনীতে তরুণ–তরুণীদের বাধ্যতামূলক যোগদান–সম্পর্কিত আইনটি কার্যকর করার পর থেকে বাড়ি বাড়ি তল্লাশি বেড়েছে। তল্লাশির সময় তরুণ–তরুণীদের গ্রেপ্তার করা হচ্ছে।

শেয়ার করুন