কৌতুক অভিনেতা রিচার্ড লুইস আর নেই

মত ও পথ ডেস্ক

কৌতুক অভিনেতা রিচার্ড লুইস। ফাইল ছবি

হলিউডের কৌতুক অভিনেতা, লেখক রিচার্ড লুইস মারা গেছেন। মঙ্গলবার রাতে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে নিজ বাড়িতেই মারা যান লুইস। তাঁর বয়স হয়েছিল ৭৬। হার্ট অ্যাটাকে লুইসের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে মার্কিন গণমাধ্যম ভ্যারাইটি।

১৯৪৭ সালের ২৯ জুন নিউইয়র্কের ব্রুকলিনে জন্মগ্রহণ করেন লুইস। তিনি ছিলেন একাধারে অভিনেতা, লেখক ও স্ট্যান্ড-আপ কমেডিয়ান। গত বছরের এপ্রিলে পারকিনসনস রোগে আক্রান্ত হন রিচার্ড লুইস। তার পিঠ ও কাঁধে পরপর চারটি অস্ত্রোপচার করা হয়।

universel cardiac hospital

১৯৭৪ সালে ‘দ্য টুনাইট শো’র মাধ্যমে পর্দায় অভিষেক হয় তাঁর। শুধু তাই নয়, টেলিভিশন শো ‘কার্ব ইয়োর ইনথুসিয়াজম’, ‘এনিথিং বাট লাভ’ ইত্যাদি অনুষ্ঠান দিয়ে জনপ্রিয়তার শীর্ষে উঠেছিলেন লুইস।

এ ছাড়া ‘দ্য গ্রেট বাস্টার: আ সেলিব্রেশন’ তথ্যচিত্রেও নিজের দক্ষতার প্রমাণ দিয়েছেন লুইস। শুধু তা–ই নয়, ‘দ্য রং গাইস’, ‘ওয়ানস আপন আ ক্রাইম’, ‘রবিনহুড: ম্যান ইন টাইটস’, ‘দ্য ইভালেটর’সহ বিভিন্ন চলচ্চিত্রেও অভিনয় করেছেন এই কমেডিয়ান।

শেয়ার করুন