পাকিস্তান জাতীয় পরিষদের নতুন স্পিকার আয়াজ সাদিক

মত ও পথ ডেস্ক

পাকিস্তান মুসলিম লিগ–নওয়াজের (পিএমএল–এন) নেতা সরদার আয়াজ সাদিক আজ শুক্রবার দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষ জাতীয় পরিষদের স্পিকার নির্বাচিত হয়েছেন। আজই তিনি শপথ নিয়েছেন। খবর জিউ নিউজের।

জাতীয় পরিষদের আইনপ্রণেতারা আয়াজ সাদিককে ২৩তম স্পিকার নির্বাচিত করেন। এরপর তাকে শপথবাক্য পাঠ করান বিদায়ী স্পিকার রাজা পারভেজ আশরাফ। জাতীয় নির্বাচনের ২১ দিন পর গতকাল বৃহস্পতিবার পাকিস্তান জাতীয় পরিষদের নতুন অধিবেশন বসে। এদিন শপথ নেন দেশটির নবনির্বাচিত আইনপ্রণেতারা (এমএনএ)।

universel cardiac hospital

আজ দ্বিতীয় দিনের অধিবেশনে সরদার আয়াজ সাদিক ১৯৯ ভোট পেয়ে স্পিকার নির্বাচিত হন। তার প্রতিদন্দ্বী পিটিআই–সমর্থিত মালিক আমির দোগার পেয়েছেন ৯১ ভোট। স্পিকার নির্বাচনে ২৯১ জন এমএনএ ভোট দেন। এর মধ্যে একটি ভোট বাতিল ঘোষিত হয়। জাতীয় পরিষদের স্পিকার হিসেবে শপথ নেওয়ার পর আয়াজ সাদিক তার নেতৃত্বে আস্থা রাখার জন্য পার্লামেন্টে সব প্রধান দলের নেতাদের ধন্যবাদ জানান।

আয়াজ সাদিক ২০১৩ সালের ৬ জুন থেকে ২০১৫ সালের ৮ আগস্ট এবং ২০১৫ সালের ৯ নভেম্বর থেকে ২০১৮ সালের ১৫ আগস্ট পর্যন্ত দুই দফায় জাতীয় পরিষদের স্পিকার ছিলেন।

শেয়ার করুন