কোন দেশ কী বলল, সেটি আমাদের মুখ্য বিষয় না: স্বরাষ্ট্রমন্ত্রী

কুড়িগ্রাম প্রতিনিধি

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সংগৃহীত ছবি

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, পৃথিবীর অনেক দেশই তো অনেক কথা বলে। অনেক উন্নত দেশে ২০ থেকে ২৫ পার্সেন্ট ভোট কাস্ট হয়। আমাদের এখানে ২০২৪ সালের নির্বাচনে ৪২ পার্সেন্ট ভোট কাস্ট হয়েছে। এরপরও যদি কেউ বলেন, নির্বাচন সুষ্ঠু হয়নি, তাহলে তো আমাদের কিছু বলার থাকে না। এ দেশে সুষ্ঠু গণতান্ত্রিক ধারা বজায় রাখার জন্য প্রধানমন্ত্রী চিন্তা করছেন। কাজেই কোন দেশ কী বলল, সেটি আমাদের মুখ্য বিষয় না।

আজ বৃহস্পতিবার দুপুরে কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে জেলা পুলিশের আয়োজনে কমিউনিটি পুলিশিং ও মাদকবিরোধী সমাবেশে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

universel cardiac hospital

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ২০০৮ সালের নির্বাচনের সময় এ দেশের মানুষ বিএনপিকে চিনতে ভুল করেনি। বিএনপি মাত্র ৩০টি আসন পেয়েছিল। তাই ২০১৪ সালে বিএনপি নির্বাচনে অংশগ্রহণ না করে ধ্বংসলীলা শুরু করে। নির্বাচনে যাতে কোনো দল অংশ নিতে না পারে, সে জন্য তারা মানুষ পুড়িয়ে হত্যা করতে শুরু করে। কিন্তু এ দেশের মানুষ তাদের বয়কট করেছে। তারা ভোট দিয়ে নতুন সরকার গঠন করেছিল।

২০২৪ সালের নির্বাচনে বিএনপি না এসে একই কায়দায় রক্তের হলি খেলা শুরু করে বলে মন্তব্য করে আসাদুজ্জামান খান বলেন, ২৮ অক্টোবর বিএনপি দেশজুড়ে অরাজকতা শুরু করে। আমরা অবাক বিস্ময়ে দেখলাম, বিএনপি তাদের আন্দোলন সংগ্রামের নামে একজন প্রধান বিচারপতির বাড়িতে হামলা চালাল, হাসপাতালে আক্রমণ করল, এমনকি তারা সাংবাদিক ও মহিলাদেরও নির্মমভাবে পিটিয়েছে। এসব কর্মকাণ্ড করে তারা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে।

শেয়ার করুন