রাশিয়ার ভবিষ্যৎ নির্ধারণে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান পুতিনের

মত ও পথ ডেস্ক

ভ্লাদিমির পুতিন
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ফাইল ছবি

রাশিয়ার ভবিষ্যৎ নির্ধারণে ইউক্রেনে দখলকৃত অঞ্চলগুলোসহ নিজ দেশের ভোটারদের প্রতি ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এ লক্ষ্যে চলতি সপ্তাহে রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে তাদের ভোট দেওয়ার অনুরোধ জানান তিনি; যদিও নির্বাচনে তার জয় নিশ্চিত। খবর রয়টার্সের।

বৃহস্পতিবার এক ভিডিও ভাষণে প্রেসিডেন্ট পুতিন বলেন, ‘আমাদের ঐক্য, দৃঢ়সংকল্প ও একসঙ্গে এগিয়ে যাওয়ার ওপর মনোযোগ দেওয়াটা গুরুত্বপূর্ণ। এ জন্য আপনাদের ভোটাধিকার প্রয়োগ করার আহ্বান জানাচ্ছি আমি।’

নির্বাচনে দুজন প্রার্থীকে অযোগ্য ঘোষণা করা হয়। ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়ে একই প্ল্যাটফর্ম থেকে প্রতিদ্বন্দ্বিতা করার আশা করছিলেন তারা। মস্কো এ যুদ্ধকে ইউক্রেনে তার ‘বিশেষ সামরিক অভিযান’ হিসেবে আখ্যায়িত করে থাকে।

রাশিয়ায় ২০০০ সাল থেকে হয় প্রধানমন্ত্রী, না হয় প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় রয়েছেন ভ্লাদিমির পুতিন (৭১)। আজ শুক্রবার দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচন শুরু হতে যাচ্ছে। নির্বাচনে পুতিনের প্রতিদ্বন্দ্বী আছেন তিনজন। তবে তারা কেউই পুতিনের সমালোচনা করেননি।

শেয়ার করুন