বাংলাদেশে মেটার (ফেসবুকের মূল প্রতিষ্ঠান) আঞ্চলিক কার্যালয় স্থাপনের জন্য আবারও আহ্বান জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ পলক। আজ বুধবার রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি ভবনে প্রতিমন্ত্রীর সঙ্গে মেটার প্রতিনিধিদলের বৈঠকে এ আলোচনা হয়। পরে আইসিটি বিভাগের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
জুনাইদ আহ্মেদ বলেন, বাংলাদেশ ফেসবুকের কাছে নিয়মিত তথ্য চায়। কিন্তু ২০১৬ সালে প্রথম তথ্য দেয় ফেসবুক। দেশের জনগণের সুরক্ষা নিশ্চিতে যেন কোনো তথ্য ফেসবুকের কাছে চাওয়ামাত্রই পাওয়া যায়, সে জন্য বাংলাদেশে একটি আঞ্চলিক অফিস স্থাপনের জন্য আগের মতো এবারও বলা হয়েছে।
সরকার এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) আইন করতে চায় জানিয়ে প্রতিমন্ত্রী বলেছেন, যদি মেটা চায়, তাহলে এই আইনের খসড়া প্রণয়নে অংশগ্রহণ করতে পারে। পাশাপাশি প্রযুক্তি খাতে কর্মসংস্থান ও উদ্যোক্তা তৈরিতে মেটা ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।
বাংলাদেশে মেটার পাবলিক পলিসির প্রধান রুজান সারওয়ার; প্রাইভেসি, এআই ম্যাটার এক্সপার্ট আরিয়ান জিমেনেজ ও কনটেন্ট–বিশেষজ্ঞ নয়নতারা নারায়ণ বৈঠকে অংশ নেন।