ঢাবির জিয়া রহমানের প্রথম জানাজা, দাফন শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

সংগৃহীত ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক জিয়া রহমানের প্রথম জানাজা অনুষ্ঠিত হলো ক্যাম্পাসের কেন্দ্রীয় মসজিদে। সেখানে বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্য, সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও পরিচিতজনেরা তার জন্য দোয়া করলেন।

আজ শনিবার ভোর চারটার দিকে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন অপরাধবিজ্ঞান বিভাগের অধ্যাপক জিয়া রহমান। প্রায় তিন দশকের চাকরি জীবনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক সমিতি ও বিভিন্ন প্রশাসনিক পদে দায়িত্ব পালন করেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগপন্থী এই শিক্ষকনেতা। সর্বশেষ ২০২২ সালের জানুয়ারিতে তিনি সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন নির্বাচিত হন৷

আজ ভোরে রাজধানীর বেসরকারি একটি হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করার পর সকালে অধ্যাপক জিয়া রহমানের মরদেহ ক্যাম্পাসের শহীদ মুনীর চৌধুরী ভবনের বাসভবনে নিয়ে আসা হয়। সহকর্মী, শিক্ষক-শিক্ষার্থী, শুভাকাঙ্ক্ষী ও পরিচিতজনেরা সেখানে ভিড় করেন৷ সেখান থেকে মরদেহ নেওয়া হয় বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদ প্রাঙ্গণে। পরে বাদ জোহর কেন্দ্রীয় মসজিদে তার প্রথম জানাজা হয়।

জিয়া রহমান ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের শহীদ মুনীর চৌধুরী ভবনে থাকতেন। রাতে অসুস্থ বোধ করলে নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক হাসান এ শাফীকে ফোন করেন তিনি।

জানাজা শুরুর আগে জিয়া রহমানের ভাই তার জন্য সবার কাছে দোয়া চান। তিনি বলেন, বিশ্ববিদ্যালয় জীবনে চলতে-ফিরতে আমার ভাই কারও সঙ্গে খারাপ আচরণ করে থাকলে বা মনোমালিন্য হয়ে থাকলে সবাইকে তাকে ক্ষমা করে দেওয়ার জন্য অনুরোধ করছি। এ ছাড়া জীবদ্দশায় তিনি যদি কারও কাছ থেকে কোনো ঋণ করে থাকেন, তাহলে আমাদের জানানোর অনুরোধ রইল, আমরা সেই ঋণ পরিশোধের চেষ্টা করব। সবাই আমার ভাইয়ের জন্য দোয়া করবেন যেন আল্লাহ তাকে মাফ করে দেন এবং জান্নাত নসিব করেন।

মিরপুরে নিজেদের বাসভবনের পার্শ্ববর্তী মসজিদে বাদ আসর জিয়া রহমানের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে উল্লেখ করে তার ভাই বলেন, পরে তাকে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে৷

এরপর বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ এস এম মাকসুদ কামাল। তিনি বলেন, অধ্যাপক জিয়া রহমান সবসময় হাস্যোজ্জ্বল ও নিরহংকার মানুষ ছিলেন। যে কোনো বিষয়ে তিনি আমাদের সামনে সহজ সমাধান উপস্থাপন করতেন। এমন একজন মানুষের চলে যাওয়া আমাদের জন্য অপূরণীয় ক্ষতি। আমরা দোয়া করব, অনন্তের এই যাত্রায় তিনি যেন ভালো থাকেন। তাঁর পরিবার যেন এই শোক সইতে পারে, সে জন্য আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের জ্যেষ্ঠ ইমাম ও খতিব সৈয়দ মুহাম্মদ এমদাদ উদ্দীন জানাজা পড়ান। বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক ও মো. আখতারুজ্জামান, বর্তমান সহ-উপাচার্য (প্রশাসন) মুহাম্মদ সামাদসহ বিপুলসংখ্যক মানুষ জানাজায় অংশ নেন৷ পরে মসজিদের বাইরে তার প্রতি শেষ শ্রদ্ধা জানান অনেকে। ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফও জিয়া রহমানকে শেষ শ্রদ্ধা জানান।

শেয়ার করুন