পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোতে দুই সপ্তাহের জন্য বিবিসি আফ্রিকা ও মার্কিন অর্থায়নে পরিচালিত ভয়েস অব আমেরিকার (ভিওএ) রেডিও সম্প্রচার স্থগিত করা হয়েছে। এই স্থগিতাদেশ তুলে নেওয়ার আহ্বান জানিয়েছে বিশ্বজুড়ে সাংবাদিকদের অধিকার রক্ষায় কাজ করে যাওয়া সংগঠন কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্টস (সিপিজে)। খবর রয়টার্সের।
বুরকিনা ফাসোতে সেনাবাহিনীর বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগ নিয়ে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের (এইচআরডব্লিউ) প্রকাশিত এক প্রতিবেদন সম্প্রচার করায় সংবাদমাধ্যম দুটির বিরুদ্ধে ওই শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে দেশটি। গত বৃহস্পতিবার কর্তৃপক্ষ এ তথ্য জানায়।
নিজস্ব তদন্তের ভিত্তিতে তৈরি করা ওই প্রতিবেদনে নিউইয়র্কভিত্তিক আন্তর্জাতিক সংস্থা এইচআরডব্লিউ বলেছে, বুরকিনা ফাসোর সেনাবাহিনী গত ফেব্রুয়ারি মাসে সংক্ষিপ্ত বিচারে (সুষ্ঠু ও পূর্ণাঙ্গ বিচার না করে) ২২৩ জন গ্রামবাসীর মৃত্যুদণ্ড কার্যকর করেছে। তাদের মধ্যে অন্তত ৫৬টি শিশু। চরমপন্থী মিলিশিয়াদের সহযোগিতা করার অভিযোগে চালানো এক প্রচারণার অংশ হিসেবে তাদের এ সাজা দেওয়া হয়।
সিপিজের আফ্রিকা কর্মসূচির প্রধান বলেছেন, সন্ত্রাসবিরোধী লড়াইয়ের নামে বারবার বেসামরিক লোকজনের বিরুদ্ধে ব্যাপকভাবে নৃশংসতার আশ্রয় নিয়েছে বুরকিনা ফাসোর সেনাবাহিনী। বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে চালানো হত্যাকাণ্ড তদন্তের আহ্বান জানিয়েছে সংস্থাটি।