ঝিনাইদহ–১ আসনের উপনির্বাচনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন নায়েব আলী জোয়ার্দ্দার। তিনি ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সদস্য। আজ শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে দলের সংসদীয় কমিটির এক সভায় নায়েব আলীকে দলীয় প্রার্থী করার সিদ্ধান্ত হয়।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বৈঠক শেষে গণভবনের গেটে অপেক্ষমাণ সাংবাদিকদের এই তথ্য জানান। ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হাই গত ১৬ মার্চ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে আসনটি শূন্য হয়। আগামী ৫ জুন এই আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন।
এর আগে দলীয় প্রার্থী বাছাইয়ে ফরম বিক্রি করে আওয়ামী লীগ। নায়েব আলী জোয়ার্দ্দারসহ ২৫ জন দলীয় মনোনয়ন পেতে ফরম সংগ্রহ করেছিলেন। আজ আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সংসদীয় দলের সভায় নায়েব আলীর মনোনয়ন চূড়ান্ত করা হয়। সূত্র জানায়, বৈঠকে সমসমায়িক রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা হয়।