ফিলিস্তিনের গাজায় যুদ্ধ বন্ধের দাবিতে সোচ্চার বিক্ষোভকারীদের বাধার মুখে পড়ল ফ্যাশনজগতের সবচেয়ে বড় আসর মেট গালা। যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে গত সোমবার হাজারো বিক্ষোভকারী অনুষ্ঠানস্থলের বাইরে জড়ো হন। এ সময় গাজায় যুদ্ধ বন্ধের দাবিতে স্লোগান দেন তারা। এদিন পুলিশের ব্যারিকেড ভেঙে বিক্ষোভ করেন ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির (এমআইটি) শিক্ষার্থীরা। খবর এএফপির।
শিক্ষার্থীদের বিক্ষোভের কারণে কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে আসন্ন স্নাতক সমাপনী অনুষ্ঠান বাতিল করা হয়েছে। এরই মধ্যে সোমবার পুলিশের ব্যাপক উপস্থিতিতে বিক্ষোভ করেছেন বিশ্ববিদ্যালয়টির হাজারো শিক্ষার্থী। যুক্তরাষ্ট্রে শিক্ষার্থী বিক্ষোভের সঙ্গে সংহতি জানিয়ে নতুন করে বিক্ষোভ ছড়িয়েছে ইউরোপের আরও কয়েকটি দেশে।
গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধ এবং ইসরায়েলের মালিকানাধীন প্রতিষ্ঠান ও ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে বিশ্ববিদ্যালয়গুলো সম্পর্ক ছিন্ন করার দাবিতে নিউইয়র্কের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে প্রথম বিক্ষোভ শুরু হয়। ইসরায়েলকে যুক্তরাষ্ট্রের অব্যাহত সমর্থনেরও অবসান চান তারা। পরে যুক্তরাষ্ট্রের অন্যান্য বিশ্ববিদ্যালয়েও এই বিক্ষোভ ছড়িয়ে পড়ে।
যুক্তরাষ্ট্রের দেড় শতাধিক বিশ্ববিদ্যালয় ও কলেজে ছড়িয়ে পড়া শিক্ষার্থীদের এই বিক্ষোভ দমনে সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে বাইডেন প্রশাসন। ইতিমধ্যে আড়াই হাজারের বেশি শিক্ষার্থীকে আটক করা হয়েছে। বিক্ষোভ দমনে মরিয়া হলেও গাজায় আগ্রাসন বন্ধে ইসরায়েলকে কার্যকর চাপ না দেওয়ায় সমালোচনার মুখে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।