রাশিয়ার প্রেসিডেন্ট হিসেবে পঞ্চম মেয়াদের জন্য শপথ নিলেন পুতিন

মত ও পথ ডেস্ক

ভ্লাদিমির পুতিন
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ফাইল ছবি

রাশিয়ার প্রেসিডেন্ট হিসেবে পঞ্চম মেয়াদে শপথ নিয়েছেন ভ্লাদিমির পুতিন। গতকাল মঙ্গলবার ক্রেমলিনে আয়োজিত এক অনুষ্ঠানে ছয় বছর মেয়াদে প্রেসিডেন্টের দায়িত্ব পালন করতে শপথ নেন ৭১ বছর বয়সী পুতিন। তবে এই অনুষ্ঠান যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলো বর্জন করে। খবর রয়টার্সের।

পুতিন ১৯৯৯ সাল থেকে প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতায় রয়েছেন। ইউক্রেনে দুই বছর আগে অভিযান শুরুর করার পর নতুন করে আবার তিনি প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন। শপথ নেওয়ার পর পুতিন রুশ রাজনৈতিক অভিজাতশ্রেণিকে বলেন, তিনি পশ্চিমাদের সঙ্গে আলোচনার পথ বন্ধ করছেন না। তবে এতে দেশগুলোকে তাদের নিজস্ব পছন্দের বিষয়টি ও কীভাবে আলোচনা হতে পারে, তার সিদ্ধান্ত নিতে হবে। তিনি আরও বলেন, পশ্চিমা দেশগুলোর সঙ্গে কৌশলগত পারমাণবিক স্থিতিশীলতাও রক্ষা করা সম্ভব, তবে তা হতে হবে সমতার ভিত্তিতে।

universel cardiac hospital

পুতিন গত মার্চ মাসে কঠোরভাবে নিয়ন্ত্রিত প্রেসিডেন্ট নির্বাচনে নিরঙ্কুশ বিজয় পান। এ নির্বাচনে যুদ্ধবিরোধী দুই প্রার্থীকে অংশগ্রহণ করতে দেওয়া হয়নি।

শেয়ার করুন