রাশিয়া তার পারমাণবিক শক্তি বাড়াতে শরৎকালের মধ্যেই বহুল আলোচিত ও সদ্য পরীক্ষিত অত্যাধুনিক আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ‘সারমাত’ মোতায়েন করবে। ক্ষেপণাস্ত্রটি মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পারমাণবিক হামলা চালাতে সক্ষম বলে শনিবার জানিয়েছেন রোসকসমস স্পেস এজেন্সির প্রধান দিমিত্রি রোগজিন।
দশ বা ততোধিক পারমাণবিক ওয়ারহেড এবং ডেকো বহন করতে সক্ষম এই সারমাত ক্ষেপণাস্ত্র মার্কিন যুক্তরাষ্ট্র বা ইউরোপে হাজার হাজার মাইল দূরে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। বাইশ বছরের অপেক্ষার পর বুধবার রাশিয়া এই অত্যাধুনিক বিপদজনক ক্ষেপণাস্ত্রটির সফল পরীক্ষা চালাতে সক্ষম হয়।
রুগোজিন রাশিয়ার রাষ্ট্রীয় টিভিতে দেওয়া এক সাক্ষাত্কারে বলেছিলেন, ক্ষেপণাস্ত্রগুলি মস্কো থেকে প্রায় ৩ হাজার কিলোমিটার পূর্বে সাইবেরিয়ার ক্রাসনোয়ারস্ক অঞ্চলের একটি ইউনিটের সঙ্গে মোতায়েন করা হবে। এমন ‘সুপার-অস্ত্র’ মোতায়েন করা রাশিয়ার জন্য একটি ঐতিহাসিক ঘটনা যা আগামী ৩০ থেকে ৪০ বছরের জন্য রাশিয়ার সন্তান এবং নাতি-নাতনিদের নিরাপত্তার নিশ্চয়তা দেবে।