সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক হাসপাতালে ভর্তি

নিজস্ব প্রতিবেদক

সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক অসুস্থ হয়ে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি আছেন। তবে তাঁর শারীরিক অবস্থা আগের চেয়ে উন্নত হয়েছে বলে জানা গেছে। আজ রোববার রাতে মুজিবুল হকের ব্যক্তিগত সহকারী মো. জুয়েল গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

জুয়েল জানান, গত ৭ মে তিনি (মুজিবুল হক) জ্বর-সর্দি-কাশি নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ছাড়া তাঁর ডায়াবেটিসের পরিমাণও বেড়ে গিয়েছিল। এ সময় চিকিৎসকদের পরামর্শে তাঁকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রেও (আইসিইউ) রাখা হয়েছিল। বর্তমানে তাঁর শারীরিক অবস্থা আগের চেয়ে কিছুটা উন্নতির দিকে রয়েছে।

তিনি আরও জানান, তিনি এখনো হাসপাতালে ভর্তি রয়েছেন। সেখানে চিকিৎসকদের তত্ত্বাবধায়নে ওনার চিকিৎসা চলছে।

মুজিবুল হক কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসন থেকে চারবারের নির্বাচিত সংসদ সদস্য ও সাবেক রেলপথ মন্ত্রী। ১৯৯৬ সালে তৎকালীন তিনি কুমিল্লা-১২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

১৯৯৮ থেকে ২০০১ সাল পর্যন্ত জাতীয় সংসদের হুইপ হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৪ সালের জানুয়ারি থেকে ২০১৯ সাল পর্যন্ত রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি।

শেয়ার করুন