নারী বিশ্ব টি-টোয়েন্টির জন্য বাংলাদেশ নারী ক্রিকেট দলের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। নিয়মিত অধিনায়ক সালমা খাতুনের অধীনে ১৫ জন ক্রিকেটারকে রাখা হয়েছে এ স্কোয়াডে। এছাড়া আরও ৪ জন রয়েছে স্ট্যান্ডবাই। নভেম্বরে অনুষ্ঠিতব্য হবে টুর্নামেন্টটি।
চলতি বছর বহুজাতিক টুর্নামেন্টে জোড়া সাফল্যের দেখা পেয়েছে বাংলাদেশের নারী ক্রিকেট দল। প্রথম এশিয়া কাপ জেতার পরে চ্যাম্পিয়ন হয়েছে নারী বিশ্ব টি-টোয়েন্টির বাছাইপর্বেও। তাই নভেম্বরে হতে যাওয়া বিশ্ব টি-টোয়েন্টির আসরে অন্য দলগুলোর বাড়তি নজর থাকবে বাংলাদেশ দলের প্রতি।
টুর্নামেন্টের দ্বিতীয় দিনে ওয়েস্ট ইন্ডিজ নারী দলের বিপক্ষে খেলবে বাংলাদেশ নারী দল। এরপর যথাক্রমে ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলবে বাংলাদেশ। এর আগে আয়ারল্যান্ড ও পাকিস্তান নারী দলের বিপক্ষে খেলতে হবে দুটি প্রস্তুতি ম্যাচ।
বিশ্ব টি-টোয়েন্টির জন্য বাংলাদেশ স্কোয়াড
সালমা খাতুন, রুমানা আহমেদ, জাহানারা আলম, ফারজানা হক, খাদিজা তুল কুবরা, ফাহিমা খাতুন, আয়েশা রহমান, শামীমা সুলতানা, নাহিদা আকতার, পান্না ঘোষ, রিতু মনি, সানজিদা ইসলাম, নিগার সুলতানা, লতা মন্ডল, মোসাম্মত শারমিন আকতার সুপ্তা।
স্ট্যান্ডবাই: শামীমা সুলতানা, সুরাইয়া আজমিন, শায়লা শারমিন, সুলতানা খাতুন।
বিশ্ব টি-টোয়েন্টিতে বাংলাদেশের ম্যাচের সূচি
প্রস্তুতি ম্যাচ :
৫ নভেম্বর – বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড
৭ নভেম্বর – বাংলাদেশ বনাম পাকিস্তান
মূল আসর :
১০ নভেম্বর – বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ
১৩ নভেম্বর – বাংলাদেশ বনাম ইংল্যান্ড
১৫ নভেম্বর – বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা
১৯ নভেম্বর – বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা