মার্কিন হাউস স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফরের পর চীনের সামরিক মহড়া চালানোর ঘোষণায় ক্ষোভ জানিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান যুক্তরাষ্ট্রে স্থানীয় সময় গতকাল বুধবার এ ঘটনাকে চীনের দায়িত্বজ্ঞানহীন আচরণ বলে উল্লেখ করেছেন। খবর এএফপির।
যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফর ঘিরে ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যে উত্তেজনা চলছে। পেলোসি তাইওয়ান ছেড়ে যাওয়ার পর তাইওয়ানের চারপাশের জলসীমায় বৃহস্পতিবার থেকে বড় পরিসরে সামরিক মহড়া চালানোর ঘোষণা দিয়েছে চীন।
সামরিক মহড়া চলাকালে ওই এলাকায় বিদেশি জাহাজ ও বিমান প্রবেশ না করাতে বলেছে বেইজিং। বিশ্ববাণিজ্যে তাইওয়ান ও এর আশপাশের জলসীমা গুরুত্বপূর্ণ বাণিজ্যপথ।
এ নিয়ে প্রতিক্রিয়া জানিয়ে বুধবার ন্যাশনাল পাবলিক রেডিওকে দেওয়া সাক্ষাৎকারে জেক সুলিভান বলেন, ‘আমরা মনে করি, চীন এখানে যা করছে, তা তাদের দায়িত্বশীল আচরণ নয়।’