ট্রাম্পের বাসায় ১১ হাজারের বেশি সরকারি নথি মিলেছে: এফবিআই

আন্তর্জাতিক ডেস্ক

ডোনাল্ড ট্রাম্প
ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফ্লোরিডার বাসা থেকে ১১ হাজারের বেশি সরকারি নথি ও ছবি উদ্ধার করেছে দেশটির কেন্দ্রীয় তদন্ত সংস্থা (এফবিআই)। খবর রয়টার্সের। ওই বাসা থেকে ‘গোপনীয়’ লেখা ৪৮টি ফাঁকা ফাইলও উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার আদালতের প্রকাশিত নথিতে এসব তথ্য পাওয়া গেছে।

গত ৮ আগস্ট যুক্তরাষ্ট্রের সাবেক এই প্রেসিডেন্টের মার-এ-লাগো রিসোর্টে এই তল্লাশি অভিযান চালিয়েছিল এফবিআই। নজিরবিহীন এই তল্লাশি ঘিরে মার্কিন রাজনীতিতে ঝড় ওঠে। ওয়েস্ট পাম বিচের মার্কিন জেলা জজ আইলিন ক্যানন তল্লাশিতে নথি উদ্ধারের বিষয়টি প্রকাশ করেন।

এর আগে জব্দ করা সামগ্রীর বিশেষ পর্যালোচনার জন্য ট্রাম্পের অনুরোধে বিশেষ একজন কর্মকর্তা নিয়োগ করা উচিত কি না, সে বিষয়ে ট্রাম্পের অ্যাটর্নিদের এবং বিচার বিভাগের শীর্ষ দুজন কাউন্টার ইন্টেলিজেন্স কৌঁসুলির যুক্তিতর্ক শোনেন এই নারী বিচারক। সাবেক মার্কিন অ্যাটর্নি জেনারেল উইলিয়াম বার এ ধরনের নিয়োগের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তোলেন। তাঁকে নিয়োগ দিয়েছিলেন ট্রাম্প।

শেয়ার করুন