বিএনপি একটি সন্ত্রাসী সংগঠন: শেখ সেলিম

মোহাম্মদ সজিবুল হুদা

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম বলেছেন, বিএনপি রাজনৈতিক দল না, তারা একটি সন্ত্রাসী সংগঠন। যারা মানুষ পুড়িয়ে হত্যা করে তারা কিসের দল? যারা বঙ্গবন্ধুকে হত্যা করেছে তারা গণতন্ত্রের কথা বলে। খালেদা জিয়া গণতন্ত্র শেখায়। কিসের গণতন্ত্র? মুচলেকার গণতন্ত্র। ৫০০ লোককে যারা হত্যা করেছে, যাদের বিন্দুমাত্র মনুষ্যত্ব নেই তারা এটা করতে পারে।

আজ শনিবার (১২ নভেম্বর) নিয়াজ মুহাম্মদ স্টেডিয়ামে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

১০ ডিসেম্বর নিয়ে বিএনপির হুমকির বিষয়ে আওয়ামী শেখ সেলিম বলেন, চোরের মায়ের বড় গলা। এখন চিৎকার করে বেড়াচ্ছে, ১০ তারিখে বলে তারা কী আঁটি বানবে! আর শেখ হাসিনা সরকারের পতন ঘটাবে। দরকার হলে তারেকরে নিয়ে আসবে, খালেদা জিয়াও জেলখানা থেকে মিটিংয়ে আসবে। আরে পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়। তারা পাগল, খুনি। তারেক কীভাবে দেশে আসবে। সে তো যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত। তারেক আসুক না, আমরা চাই সে আসুক। ও তো খুনি, একুশে আগস্ট গ্রেনেড হামলায় তার যাবজ্জীবন হয়েছে। এদেশের টাকা পাচার করায় তার ৭ বছরের জেল হয়েছে। সে দেশে আসলে তাকে আমরা ৩৭ বছরের জেলখাটার ব্যবস্থা করে দেবো। খালেদা জিয়া এতিমের টাকা মেরে সাজা ভোগ করছেন। সেও মুচলেকা দিয়ে প্রধানমন্ত্রীর নির্বাহী আদেশ জেলের বাহিরে আছে। সংবিধান অনুযায়ী তারা নির্বাচন করতে পারবে না।

ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগ সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি সম্মেলনে সভাপতিত্ব করেন।

শেখ সেলিম বলেন, ওয়ান ইলেভেনের সরকারের কাছে মুচলেকা দিয়ে গেছে তারেক।সে এখন লন্ডনে থাকে, সেখানে তার বিরাট বড় বাসা, তার ইনকাম কী? বাংলাদেশের টাকা লুট করে নিয়ে সে এখন ভালো থাকে। আমরা লন্ডন সরকারকে বলছি, তাকে আমাদের কাছে দেও। কিন্তু তারা দিচ্ছে না। সে এখানে আসলে গণপিটুনিতে মারা যাবে। হাওয়া ভবনে মানুষকে যে অত্যাচার-নির্যাতন করেছে, তারা তাকে গণপিটুনি দেবে।

তিনি বলেন, বঙ্গবন্ধু বলতেন ‘একটি রাজনৈতিক দলের চারটি জিনিস দরকার- নেতা, আদর্শ, কর্মী ও আর সংগঠনের উদ্দেশ্য যদি ঠিক থাকে, তাহলে সেই রাজনৈতিক দল যেকোনো উন্নয়নমূলক কাজ করতে পারে; সেখানে কেউ বাধা দিতে পারে না।’ আজ আওয়ামী লীগ, ছাত্রলীগের, যুবলীগের লক্ষ লক্ষ কর্মী রয়েছে, কাজেই আমাদের মধ্যে যদি ঐক্য থাকে তাহলে খুনীরা যড়যন্ত্র করে কোনো দিন আমাদের কিছু করতে পারবে না।

সম্মেলনে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এডভোকেট কামরুল ইসলাম, আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সবুর, কার্যনির্বাহী সদস্য পারভীন জামান কল্পনা।

শেয়ার করুন