‘যুদ্ধ’ আজ সিলেট থেকে শুরু হলো: মির্জা ফখরুল

সিলেট প্রতিনিধি

ফাইল ছবি

‘দেশে গণতন্ত্র ফেরাতে’ আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে ‘যুদ্ধ’ আজ সিলেট থেকে শুরু হলো বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ‘যুদ্ধের’ স্বরূপ ও বিস্তারিত কিছুই না জানালেও তিনি দাবি করেন, সিলেট থেকেই মহান স্বাধীনতার যুদ্ধ শুরু হয়েছিল। সেখান থেকে স্বাধীন বাংলাদেশ সৃষ্টি হয়েছে। স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে সিলেট থেকেই আবার ‘যুদ্ধ’ শুরু হলো।

সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে বিএনপির বিভাগীয় গণসমাবেশে তিনি এসব কথা বলেন। আজ শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে তিনি বক্তব্য শুরু করেন। নির্ধারিত সময়ের তিনঘণ্টা আগে সমাবেশ শুরু হয়। দুপুর ২টায় সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও বেলা ১১টায় কোরআন তিলাওয়াত ও মোনাজাতের মধ্য দিয়ে সমাবেশ শুরু হয়।

মির্জা ফখরুল বলেন, গত ১৪ বছর ধরে সরকার দেশকে ‘একটি তলাবিহীন ঝুড়িতে পরিণত’ করেছে। সরকার যা যা করেছে, সেগুলোর বিচার হবে। তত্ত্বাবধায়ক সরকার ছাড়া দেশে আর কোনো নির্বাচন হবে না। যারা তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচন করবেন, তাদেরকে চিহ্নিত করা হবে।

শেয়ার করুন