বিমানের ড্রিমলাইনারে পাখির আঘাত

নিজস্ব প্রতিবেদক

ড্রিমলাইনার
ফাইল ছবি

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার উড়োজাহাজ বার্ড হিটের (পাখির আঘাত) শিকার হয়েছে।

সোমবার (২৬ ডিসেম্বর) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এ ঘটনা ঘটে। তবে এখন পর্যন্ত উড়োজাহাজের ক্ষয়ক্ষতি নিরূপণ করতে পারেনি বিমান।

বিমান সূত্র জানায়, বার্ড হিটের কারণে ভয়াবহ দুর্ঘটনা ঘটেনি। তবে উড়োজাহাজটির কিছু ক্ষতি হয়েছে। দু-একদিনের মধ্যেই তা নিরূপণ করা হবে।

বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার সাংবাদিকদের জানান, যাত্রী নিয়ে ফ্লাইটটি লন্ডন থেকে সিলেট আসে প্রথমে, তারপর সিলেট থেকে ঢাকায়। ঢাকায় আসার পর বার্ড হিটের ঘটনা ঘটে বেলা সাড়ে ১১টার দিকে।

তিনি বলেন, ফ্লাইটটি বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার উড়োজাহাজ দিয়ে পরিচালিত হয়েছে। বিমানের প্রকৌশল বিভাগ উড়োজাহাজের ক্ষতি নিরূপণ করছে, একই সঙ্গে এটি মেরামতের কাজও চলমান।

শেয়ার করুন