‘চিঠি পড়ে ভেবেছি/ তাহলে/ ডলি বুঝি আপনার মেয়েদের কারো ডাকনাম/ তাইতো সামান্য কিছু চকোলেটও কিনে আনলাম।’
দিনাজপুরের ফুলবাড়ীতে ঘটে যাওয়া এক ঘটনা কবি আহসান হাবীবের ব্যাঙ্গ বিদ্রূপাত্মক এ কবিতার কথা মনে করিয়ে দিয়েছে।
শুক্রবার (২৭ জানুয়ারি) এক স্বর্ণ ব্যবসায়ীর মেয়ের বিয়ের অনুষ্ঠান ছিল রাবিয়া কমিউনিটি সেন্টারে। সেখানে উপহার নিয়ে গিয়েছিলেন দুই প্রতিবন্ধী ব্যক্তি। কিন্তু তারা ভিক্ষাবৃত্তি করায় গেটের দারোয়ান তাদের ভেতরে ঢুকতে দেননি। এতে মনখারাপ করে ফিরে আসেন তারা।
ফুলবাড়ী প্রেসক্লাবের সামনের এ ঘটনা ক্যামেরাবন্দি করেন কেউ কেউ। পরে তা ছড়িয়ে পড়লে এলাকায় আলোচনার জন্ম দেয়।
এ বিষয়ে অনুষ্ঠানের আয়োজক অজিত বানিয়া বলেন, আমি ব্যস্ত থাকায় তখন বিষয়টি জানতে পারিনি। এ ঘটনায় আমি অত্যন্ত দুঃখিত।