তরুণ প্রজন্মই ভবিষ্যতের বাংলাদেশ : মোকতাদির চৌধুরী

ডেস্ক রিপোর্ট

পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি বলেছেন, তরুণ প্রজন্মই আগামীর বাংলাদেশকে নেতৃত্ব দিবে। নবীন শিক্ষার্থীরাই ভবিষ্যতের বাংলাদেশ।

রবিবার সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ব্রাহ্মণবাড়িয়া স্টুডেন্টস এসোসিয়েশন অব সাস্ট আয়োজিত ‘নবীনবরণ ও গুণীজন সংবর্ধনা-২০১৮’ অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র বদর উদ্দিন আহমেদ কামরান ও প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন মাউশি’র সাবেক মহাপরিচালক প্রফেসর ফাহিমা খাতুন।

মোকতাদির চৌধুরী নবীনদের সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ গঠনে আত্মনিয়োগের আহ্বান জানান। এসময় তিনি জাতীয় বীর আব্দুল কুদ্দুস মাখন, ভাষা সৈনিক ধীরেন্দ্রনাথ দত্ত, সুরসম্রাট ওস্তাদ আলাউদ্দীনসহ ব্রাহ্মণবাড়িয়ার সকল কৃতি সন্তানদের শ্রদ্ধার সাথে স্মরণ করেন।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর আনোয়ারা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন একই বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর ড. মো. ইলিয়াস উদ্দিন বিশ্বাস, সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের পরিচালক ব্রিগে. জেনারেল এ কে মাহবুবুল হক, শাবিপ্রবি’র প্রফেসর ড. মো. রাশেদ তালুকদার, প্রফেসর জহির উদ্দিন আহমেদ, প্রফেসর ড. দীপেন দেবনাথ। অনুষ্ঠান সঞ্চলনা করেন শাবিপ্রবি’র সহকারী অধ্যাপক আলমগীর কবীর ।

এছাড়াও অনুষ্ঠানে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ব্রাহ্মণবাড়িয়ার ২০১৭ ব্যাচের নবীন শিক্ষার্থীরা উপস্থিত ছিলো।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে