যুক্তরাজ্যের বার্মিংহামের একটি শহরে মসজিদে নামাজ পড়ে বাসায় ফেরার পথে এক প্রবীণ ব্যক্তি (৭০) হামলার শিকার হয়েছেন। স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় ওই ব্যক্তির গায়ে আগুন ধরিয়ে দেন এক যুবক। হামলার ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় স্থানীয় মুসলমানদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
এই হামলায় জড়িত সন্দেহে এক যুবককে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। খবর আল-জাজিরার। ভিডিওতে দেখা গেছে, শেনস্টোন সড়কে দাঁড়িয়ে ওই প্রবীণের সঙ্গে বাদানুবাদ করছেন এক যুবক। একপর্যায়ে ভুক্তভোগীর জ্যাকেটে আগুন ধরিয়ে দেন তিনি।
এ সময় ওই প্রবীণকে ব্যাথায় চিৎকার করতে শোনা যায়। পরে উদ্ধার করে ওই ব্যক্তিকে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। আশা করা হচ্ছে, তিনি সুস্থ হয়ে উঠবেন।
এই ঘটনায় ওয়েস্ট মিডল্যান্ডস পুলিশ একটি বিবৃতি দিয়েছে। তাতে বলা হয়েছে, অজ্ঞাতপরিচয় এক যুবক ওই প্রবীণ ব্যক্তির সঙ্গে কথা বলছিলেন। এরপর তাকে লক্ষ্য করে অজানা কোনো দ্রব্য দিয়ে স্প্রে করেন। একপর্যায়ে ওই ব্যক্তির জ্যাকেটে আগুন ধরিয়ে দেন। আগুনে তার মুখ ঝলসে যায়।