ভারতের কর্ণাটক রাজ্যে গরু ব্যবসায়ী এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বঘোষিত গোরক্ষকদের বিরুদ্ধে। শনিবার এ ঘটনা ঘটে। নিহত ব্যবসায়ীর নাম ইদ্রিস পাশা। হত্যাকাণ্ডে প্রধান অভিযুক্ত পুনিত কেরেহালি নামের এক ব্যক্তি, যিনি নিজেকে গোরক্ষক বলে দাবি করেন। খবর এনডিটিভির।
পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে ইদ্রিস গরু নিয়ে যাচ্ছিলেন। এ সময় তার পথ আটকান পুনিত। ইদ্রিস বৈধ কাজগপত্র দেখানোর পরও তাকে আটকে রাখা হয়। দাবি করা হয় দুই লাখ রুপি। এতে রাজি না হওয়ায় পুনিত তার কয়েকজন সহযোগীকে নিয়ে ইদ্রিসকে মারধর করেন।
কর্ণাটকের রামানগর জেলার সাথনুর নামের একটি গ্রাম থেকে গরু ব্যবসায়ী ইদ্রিসের মরদেহ উদ্ধার করা হয়েছে। গ্রামের একটি সড়কের পাশে তার লাশটি পড়ে ছিল। ইদ্রিসকে হত্যায় প্রধান অভিযুক্ত পুনিত স্বঘোষিত কথিত একটি ‘গোরক্ষক বাহিনীর’ সদস্য। তিনি এখন পলাতক। রাজ্যের পুলিশ পুনিতকে খুঁজছে।