দেশে যে তাপপ্রবাহ চলেছে, তা সম্ভবত সবচেয়ে বেশি প্রবাহিত হয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ওপর দিয়ে। ‘আর্থিক সংকটের অজুহাতে’ সাফ জয়ী নারী ফুটবল দলকে মিয়ানমারে এশিয়ান অঞ্চলের অলিম্পিক বাছাইপর্বে পাঠানো হয়নি। এরপর অনিয়মের দায়ে ফিফা নিষিদ্ধ করেছে বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগকে।
ওই গরম বাতাসের পর ফেডারেশনে সুবাতাস ফেরানো জয় এনে দিয়েছেন মেয়েরা। সিঙ্গাপুরে এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপের বাছাইপর্বে নিজেদের প্রথম ম্যাচে তুর্কমেনিস্তানকে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছে গোলাম রাব্বানি ছোটনের দল। ম্যাচের প্রথমার্ধে ৩-০ গোলের লিড নেন মেয়েরা। দ্বিতীয়ার্ধে করেন আরও তিন গোল।
আজ বুধবার সিঙ্গাপুরের জালান বেসার স্টেডিয়ামে ম্যাচের তিন মিনিটে পুজা দাস দলকে প্রথম লিড এনে দেন। দুই মিনিট পর ব্যবধান ২-০ করেন থুইনু মারমা। এরপর অধিনায়ক রুমা আক্তার ৩৯ মিনিটে দলকে ৩-০ ব্যবধান এগিয়ে নিয়ে প্রথমার্ধ শেষ করেন।
দ্বিতীয়ার্ধের ৫৩তম মিনিটে পূজা নিজের দ্বিতীয় এবং দলের পক্ষে চতুর্থ গোলটি করেন। ম্যচের ৬০ মিনিটে সুরভি আকন্দ প্রীতি পেনাল্টি থেকে গোল করে দলকে আরও বড় জয়ের পথে তুলে নেন। এরপর তৃষ্ণা রানী ৮২ মিনিটে দলের ষষ্ঠ ও শেষ গোলটি করেন। বিপরীতে কোন গোল হজম করেননি গ্রুপ ‘ডি’তে স্বাগতিক সিঙ্গাপুরের গ্রুপে পড়া বাংলাদেশের মেয়েরা। আগামী রোববার বাংলাদেশ-সিঙ্গাপুর মুখোমুখি হবে।