নাৎসি একনায়ক অ্যাডলফ হিটলারের আঁতুড়ঘর বা জন্মভিটা থানায় রূপান্তরের সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রিয়া সরকার। স্থানটি নব্য নাৎসিদের আরাধ্য স্থানে পরিণত হওয়ার শঙ্কায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়। তবে অস্ট্রিয়া সরকারের এ সিদ্ধান্ত নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছে। কারণ, এক নথি থেকে জানা গেছে, হিটলারের ইচ্ছা ছিল, তার জন্মভিটা স্থানীয় জেলা প্রশাসনের কার্যালয়ে রূপান্তর হোক। খবর গার্ডিয়ানের।
হিটলারের জন্মভিটা ব্যক্তিমালিকানা থেকে ২০১৬ সালে রাষ্ট্রীয় মালিকানায় নিতে দীর্ঘ আইনি লড়াই চালিয়েছে অস্ট্রিয়া সরকার। ৮০০ বর্গমিটারের এই স্থানে বর্তমানে কৌণিক আকারের একটি ভবন রয়েছে। সরকার এটিকে থানা ও পুলিশের জন্য মানবাধিকারবিষয়ক প্রশিক্ষণাগারে রূপান্তরের সিদ্ধান্ত নিয়েছে। আর এ জন্য ব্যয় হতে পারে দুই কোটি ইউরোর মতো। ১১৯ টাকা হারে বাংলাদেশি মুদ্রায় এই অর্থের পরিমাণ দাঁড়ায় প্রায় ২৩৮ কোটি টাকা।
সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ২ অক্টোবর ভবনের পুনর্নির্মাণের কাজ শুরু হবে। আর কাজ শেষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২০২৫ সাল। ২০২৬ সালে এটি আনুষ্ঠানিকভাবে পুলিশ স্টেশন (থানা) হিসেবে চালুর কথা।