ফারুক ও মমতাজের নৌকার টিকেট

বিনোদন ডেস্ক

চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুক এবং সঙ্গীতশিল্পী মমতাজ বেগম একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন। ঢাকা-১৭ আসন থেকে মনোনয়ন দেয়া হয়েছে চলচ্চিত্র অভিনেতা ফারুককে। রাজধানীর গুলশান, বনানী, ক্যান্টনমেন্ট ও ভাসানটেকের কিছু অংশ নিয়েই ঢাকা-১৭ আসন গঠিত। অন্যদিকে নির্বাচনে মানিকগঞ্জ-২ (সিংগাইর, মানিকগঞ্জ সদরের একাংশ ও হরিরামপুর) আসন থেকে মনোনয়ন দেয়া হয়েছে মমতাজকে। এই আসনের বর্তমান সাংসদও মমতাজ বেগম। ২০০৮ সালে প্রথমে সংরক্ষিত আসনে, দ্বিতীয়বার ২০১৪ সালের নির্বাচনে এমপি হন তিনি। গত রবিবার বিকেলে দলীয় কার্যালয় থেকে মনোনয়নের চিঠি গ্রহণ করেন তিনি। বর্তমানে রাজনীতির পাশাপাশি সঙ্গীতেও ব্যস্ত সময় কাটাচ্ছেন মমতাজ। গেল কয়েক মাসে দেশের বিভিন্ন প্রান্তে কনসার্টে অংশ নিয়েছেন তিনি। এ ছাড়া চলচ্চিত্র, অডিও গানেও কণ্ঠ দিয়েছেন মমতাজ।

অন্যদিকে নায়ক ফারুক স্কুলজীবন থেকে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। ১৯৬৬ সালে ছয়দফা আন্দোলনে যোগ দেন। ১৯৭১ সালে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্নেহভাজন ছিলেন। মুক্তিযুদ্ধ শেষে তিনি রাজনীতিতে মনোনিবেশ করতে চেয়েছিলেন। তবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অনুপ্রেরণায় সিনেমায় নিয়মিত হন ফারুক। আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার পর ফারুক বলেন, ৩০ বছর ধরেই স্বপ্ন দেখেছি আওয়ামী লীগের হয়ে নির্বাচন করব। কিন্তু নানা কারণে হয়ে ওঠেনি। এবার মনোনয়ন পেয়েছি। আর এমন এক আসনে বঙ্গবন্ধু কন্যা নেত্রী শেখ হাসিনা আমাকে মনোনয়ন দিয়েছেন যা আমার ৩০ বছরের আক্ষেপ মুছে দিল এক নিমিষেই। ঢাকা-১৭ আসনটি আমার জন্য স্বপ্নের, বিশেষ উপহারের। আমি আবেগী মানুষ। নেত্রীর এই অসামান্য উপহারে কৃতজ্ঞতায় আমার চোখে বারবার পানি এসেছে। তিনি আমাকে দেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আসনে প্রার্থী করেছেন। ভোটে নির্বাচিত হয়ে আমি এই উপহার ও বিশেষ আস্থার প্রতিদান দিতে চাই।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে