জনপ্রিয় নির্মাতা, অভিনেতা ও ডিরেক্টর গিল্ডের সভাপতি সালাউদ্দিন লাভলু গত ১৭ ফেব্রুয়ারি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন। তবে কিছুটা সুস্থ বোধ করায় পরদিনই বাসায় ফিরে যান।
বর্তমানে অনেকটা সুস্থ বলেই জানিয়েছেন। নিয়মিত কাজও শুরু করেছেন। নতুন একটি ধারাবাহিক নাটক দিয়েই এ যাত্রা শুরু। নাম ‘আম্মা’। এ নাটকের মাধ্যমে দীর্ঘদিন পর ধারাবাহিকে অভিনয়ে ফিরছেন তিনি। শিগগিরই নাটকটির শুটিং শুরু করবেন।
নাটকটি পরিচালনা করছেন আবু হায়াৎ মাহমুদ। এরই মধ্যে এ নাটকের প্রথম লটের শুটিং শেষ হয়েছে।
দ্বিতীয় লটের শুটিং শুরু হবে শিগগিরই। লাভলু দ্বিতীয় লটের শুটিংয়ের মাধ্যমে এ নাটকে সম্পৃক্ত হবেন।
এ নাটকে অভিনয় প্রসঙ্গে লাভলু বলেন, ‘আম্মা’ নাটকের গল্পটা আমি পড়েছি। অসাধারণ গল্প। আমার পছন্দ হয়েছে। তাই এ ধারাবাহিকে অভিনয় করতে রাজি হয়েছি।
এদিকে সালাউদ্দিন লাভলু অভিনীত ১৫ জানুয়ারি ‘রাত্রির যাত্রী’ নামে একটি ছবি মুক্তি পায়। ‘সাপলুডু’ নামে আরেকটি ছবি মুক্তির অপেক্ষায় রয়েছে। পাশাপাশি নিজেও নতুন ছবি পরিচালনার প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন তিনি।